যে বিষয়ে অ্যামেরিকাকে হুঁশিয়ারি দক্ষিণ কোরিয়ার

টিবিএন ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৩ ২০২৫, ১৮:৪৭

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জায়ে-মিউং। ছবি: রয়টার্স

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জায়ে-মিউং। ছবি: রয়টার্স

  • 0

দ্রুত সমাধানের উদ্দেশ্যে ওয়াশিংটন সফর করা চো জানান, নতুন ভিসা ক্যাটাগরি তৈরির জন্য একটি ওয়ার্কিং গ্রুপ গঠন করা হবে।

জর্জিয়া স্টেইটে দক্ষিণ কোরিয়ার কর্মীদের আটককে ভুল মন্তব্য করে বিষয়টি নিয়ে পর্যালোচনার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

ওয়াশিংটন সফর শেষে শুক্রবার সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো ইউন।

দ্রুত সমাধানের উদ্দেশ্যে ওয়াশিংটন সফর করা চো জানান, নতুন ভিসা ক্যাটাগরি তৈরির জন্য একটি ওয়ার্কিং গ্রুপ গঠন করা হবে।

তিনি জানান, সমস্যাটির মৌলিক সমাধানের জন্য অ্যামেরিকার স্টেইট ডিপার্টমেন্ট এবং দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ওয়ার্কিং গ্রুপ গঠন করবে, যা একটি নতুন ভিসা ক্যাটাগরি তৈরিতে কাজ করবে। এর লক্ষ্য হবে সাউথ কোরিয়ায় করপোরেট বিনিয়োগে নিয়োজিত ব্যক্তিদের দ্রুত ভিসা প্রাপ্তি নিশ্চিত করা।

এদিকে শুক্রবার একটি চার্টার্ড বিমানে করে দেশে ফিরেছেন অ্যামেরিকায় অভিবাসন অভিযানে আটক তিন শতাধিক দক্ষিণ কোরিয়ার কর্মী। এর সপ্তাহখানেক আগে অ্যামেরিকার জর্জিয়ায় হুন্দাইয়ের ব্যাটারি কারখানা থেকে তাদের আটক করা হয়েছিল।

গত ৪ সেপ্টেম্বর হুন্দাইয়ের নির্মাণাধীন ব্যাটারি কারখানায় চালানো অভিবাসনবিরোধী অভিযানে মোট ৪৭৫ জন আটক হন।

অ্যামেরিকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, কিছু কোরিয়ান কর্মী হাত, পা এবং কোমরে শিকল বাঁধা অবস্থায় রয়েছেন।

এ দৃশ্য দক্ষিণ কোরিয়ায় তীব্র জনরোষের জন্ম দেয় এবং দীর্ঘদিনের মিত্র অ্যামেরিকার প্রতি বিশ্বাসে ফাটল ধরায়।

দেশে ফেরা কর্মীদের উদ্দেশে বিমানবন্দরে চিৎকার করে স্বাগত বার্তা জানিয়েছেন উপস্থিত জনসাধারণ।

বিমানবন্দরের পার্কিং লটে উদ্বিগ্ন স্বজনরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। এস্কেলেটর থেকে একে একে নামা আসা কর্মীদের জড়িয়ে ধরেন তাদের পরিবারের সদস্যরা।

অভিযানে আটক হওয়া এক কর্মীর স্ত্রী পার্ক জং-এই বলেন, গণমাধ্যমে স্বজনদের হাত বেঁধে নিয়ে যাওয়ার দৃশ্য দেখে তিনি ঘুমাতে পারেননি।

তিনি বলেন, ‘আমি খবরে দেখেছি, জর্জিয়ায় থাকা সাউথ কোরিয়ান কর্মীদের হাত বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে। সেটা দেখার পর থেকে আমি আর ঘুমোতে পারিনি।

‘তারা সেখানে গিয়েছিলেন অ্যামেরিকাকে সাহায্য করতে। অথচ তাদের সঙ্গে অপরাধীর মতো আচরণ করা হলো, যা খুবই অপমানজনক।’

এদিকে বিব্রতকর এ ঘটনায় হুঁশিয়ারি দিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জায়ে-মিউং।

অ্যামেরিকা যদি দক্ষ কর্মীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ না করে, তবে অ্যামেরিকায় নতুন বিনিয়োগের ক্ষেত্রে ভাবতে হবে বলে হুঁশিয়ার করে দেন তিনি।

বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক এই ঘটনা দুই দেশের কূটনৈতিক সম্পর্ক এবং অর্থনৈতিক অংশীদারত্বের ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে। এ ছাড়া অ্যামেরিকাকেও নতুন করে ভাবতে হবে তার অভিবাসন নীতি এবং মিত্র দেশের সঙ্গে সম্পর্কের বাস্তবতা নিয়ে।