ওপেনএআইয়ে বিনিয়োগ পরিকল্পনা
এনভিডিয়ায় থাকা সব শেয়ার ৫৮৩ কোটি ডলারে বিক্রি সফটব্যাংকের

টিবিএন ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১১ ২০২৫, ২১:১৪

জাপানের টোকিওতে ২০২৫ সালের ৩ ফেব্রুয়ারি এক অনুষ্ঠানে সফটব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা-সিইও মাসাইয়োশি সান ও ওপেনএআই সিইও স্যাম অল্টম্যান। ছবি: রয়টার্স

জাপানের টোকিওতে ২০২৫ সালের ৩ ফেব্রুয়ারি এক অনুষ্ঠানে সফটব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা-সিইও মাসাইয়োশি সান ও ওপেনএআই সিইও স্যাম অল্টম্যান। ছবি: রয়টার্স

  • 0

সফটব্যাংক তার আয়ের বিবরণীতে অক্টোবরে এনভিডিয়ায় থাকা ৩২ দশমিক এক মিলিয়ন শেয়ার বিক্রির কথা জানায়।

অ্যামেরিকান মাইক্রোচিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ায় থাকা সব শেয়ার পাঁচ দশমিক ৮৩ বিলিয়ন (৫৮৩ কোটি) ডলারে বিক্রির কথা মঙ্গলবার জানিয়েছে জাপানি বহুজাতিক বিনিয়োগ হোল্ডিং কোম্পানি সফটব্যাংক।

চ্যাটজিপিটি নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইয়ে বড় বিনিয়োগ পরিকল্পনার খবরের মধ্যে এ তথ্য জানাল কোম্পানিটি।

সিএনবিসি জানায়, সফটব্যাংক তার আয়ের বিবরণীতে অক্টোবরে এনভিডিয়ায় থাকা ৩২ দশমিক এক মিলিয়ন শেয়ার বিক্রির কথা জানায়।

এ ছাড়া টি-মোবাইলে থাকা শেয়ারের একাংশ ৯ দশমিক ১৭ বিলিয়ন (৯১৭ কোটি) ডলারে বিক্রির তথ্যও প্রকাশ করে কোম্পানিটি।

সফটব্যাংকের প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) ইয়োশিমিৎসু গোতো বিনিয়োগকারীদের সামনে এক উপস্থাপনায় বলেন, ‘আমরা আর্থিক শক্তিমত্তা বজায় রেখে বিনিয়োগকারীদের জন্য বিপুল বিনিয়োগের সুযোগ দিতে চাই।’

তিনি জানান, এনভিডিয়ায় থাকা সব শেয়ার এবং টি-মোবাইলে থাকা শেয়ারের অংশবিশেষ বিক্রি ছিল সফটব্যাংকের সম্পত্তি নগদীকরণ কৌশলের অংশ।

এনভিডিয়া শেয়ারের দরপতন

সফটব্যাংকের ঘোষণার দিন মঙ্গলবার দুই শতাংশ দর হারিয়েছে এনভিডিয়ার শেয়ারগুলো।

সফটব্যাংকের পরিকল্পনার সঙ্গে পরিচিত এক ব্যক্তি সিএনবিসিকে জানান, এনভিডিয়ায় থাকা সব শেয়ার, টি-মোবাইলে থাকা শেয়ারের একাংশ বিক্রির অর্থ ব্যয় করা হবে ওপেনএআইয়ে ২২ দশমিক পাঁচ বিলিয়ন (দুই হাজার ২৫০ কোটি) ডলার বিনিয়োগে।