তিন মাস পর ত্রাণবাহী ট্রাক ঢুকল যুদ্ধবিধ্বস্ত গাজায়

টিবিএন ডেস্ক

প্রকাশিত: মে ১৯ ২০২৫, ১৬:৫৮ হালনাগাদ: ডিসেম্বর ৭ ২০২৫, ৩:২৫

প্রায় তিন মাস পর অবশেষে সোমবার গাজায় প্রথম ত্রাণবাহী ট্রাক প্রবেশ করেছে। ছবি: রয়টার্স

প্রায় তিন মাস পর অবশেষে সোমবার গাজায় প্রথম ত্রাণবাহী ট্রাক প্রবেশ করেছে। ছবি: রয়টার্স

  • 0

ইসরায়েলি অবরোধের কারণে প্রায় তিন মাস ধরে মারাত্মক খাদ্য সঙ্কটে ভুগছে গাজাবাসী। অবশেষে সোমবার গাজায় প্রথম ত্রাণবাহী ট্রাক প্রবেশ করেছে।

তিন মাস পর অবশেষে গাজায় প্রথম ত্রাণবাহী ট্রাক প্রবেশ করেছে। ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান সংঘর্ষের কারণে দীর্ঘদিন ধরে গাজায় মানবিক সহায়তা পৌঁছানো অসম্ভব হয়ে পড়েছিল। এই সময়ের মধ্যে অঞ্চলটি তীব্র খাদ্য, পানি, ওষুধ এবং নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর সংকটে ভুগেছে গাজাবাসী।

বিবিসি জানায়, ত্রাণবাহী ট্রাকটি মিশরের কেরেম শালোম সীমান্ত দিয়ে প্রবেশ করেছে। এই ট্রাকে খাদ্যসামগ্রী, পানি, ওষুধ এবং জরুরি ত্রাণ উপকরণ ছিল। জাতিসংঘ ও অন্যান্য মানবাধিকার সংস্থাগুলো বহুদিন ধরে মানবিক করিডোর খোলার আহ্বান জানিয়ে আসছিল।

এই ত্রাণ প্রবেশকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে, তবে পর্যাপ্ত সহায়তা নিশ্চিত করতে আরও অনেক ট্রাক এবং ধারাবাহিক প্রবেশের প্রয়োজন আছে। কারণ গাজার বিস্তীর্ণ জনগোষ্ঠী এখনো মানবিক সংকটের মধ্যে রয়েছে।

ইসরায়েলি অবরোধের কারণে প্রায় তিন মাস ধরে মারাত্মক খাদ্য সঙ্কটে ভুগছে গাজাবাসী।

আন্তর্জাতিক চাপের মুখে গাজায় সীমিত পরিসরে ত্রাণ প্রবেশের অনুমতি দিয়েছে ইসরায়েল। তবে কবে থেকে তা কার্যকর হবে তা এখনও জানায়নি নেতানিয়াহু সরকার।

নেতানিয়াহুর কার্যালয় থেকে জানানো হয়, দুর্ভিক্ষ এড়াতে খুব স্বল্প পরিমাণ খাবার সরবরাহের অনুমোদন দেয়া হবে উপত্যকাটিতে। তবে খাবার যেন হামাসের হাতে না পৌঁছায় এ ব্যাপারটি নিশ্চিতো করবে আইডিএফ।