ইরানের সঙ্গে যুদ্ধবিরতির প্রতি ইসরায়েল ‘সম্মান দেখাবে’ বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ।
অ্যামেরিকার সেক্রেটারি অব ডিফেন্স পিট হেগসেথের সঙ্গে ফোনালাপের পর তিনি দেশটির এ অবস্থানের কথা জানান।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে হেগসেথ বলেন, ‘আমি কিছুক্ষণ আগে অ্যামেরিকার সেক্রেটারি অব ডিফেন্স পিট হেগসেথের সঙ্গে কথা বলেছি। ইরানের পারমাণবিক হুমকির বিরুদ্ধে ইসরায়েলকে সঙ্গে নিয়ে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সাহসী সিদ্ধান্তের জন্য তাকে ধন্যবাদ জানিয়েছি।
‘সেক্রেটারি ঐতিহাসিক অর্জনের জন্য ইসরায়েল ও আইডিএফের প্রশংসা করেছেন। আমি জোর দিয়ে বলেছি, যতক্ষণ পর্যন্ত অন্য পক্ষ করবে, ততক্ষণ ইসরায়েল যুদ্ধবিরতির প্রতি সম্মান দেখাবে।’
অ্যামেরিকার সঙ্গে নিরাপত্তা সহযোগিতার বিষয়ে ইসরায়েল কাটজ বলেন, ‘আমরা অ্যামেরিকা-ইসরায়েল ঘনিষ্ঠ নিরাপত্তা সহায়তা আরও গভীর করতে সম্মত হয়েছি।’
ইসরায়েলের হামলার পরিপ্রেক্ষিতে গত ১৩ জুন থেকে শুরু হওয়া যুদ্ধে ‘সম্পূর্ণ’ বিরতি নিতে তেহরান ও তেল আবিব রাজি হয়েছে বলে সোমবার ঘোষণা দেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
নিজ সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি এমন ঘোষণা দেন।
ট্রাম্প লিখেন, ‘প্রত্যেককে অভিনন্দন! সম্পূর্ণ যুদ্ধবিরতিতে পুরোপুরি রাজি হয়েছে ইসরায়েল ও ইরান।’
যুদ্ধবিরতি কখন থেকে কার্যকর হবে, তা নিয়ে ট্রাম্প বলেন, তার পোস্ট দেওয়ার ছয় ঘণ্টা পর থেকে ইসরায়েল ও ইরান যুদ্ধবিরতির প্রস্তুতি শুরু করবে। ১২ ঘণ্টা পর যুদ্ধ শেষ হয়ে গেছে বলে ধরে নেওয়া হবে।
ট্রাম্পের ভাষ্য, ইসরায়েল-ইরান যুদ্ধ অনেক বছর ধরে চলতে পারত এবং তা পুরো মধ্যপ্রাচ্যকে শেষ করে দিতে পারত, কিন্তু সেটি হয়নি এবং কখনও হবে না।