অ্যাটল্যান্টায় হাইস্কুল গ্র্যাজুয়েশন পার্টিতে গুলি, কিশোরী নিহত

টিবিএন ডেস্ক

মে ২৯ ২০২৩, ১৯:৫৪

অ্যাটল্যান্টার বেনযামিন ই মেয়েস হাইস্কুলের স্ক্রিনে গ্র্যাজুয়েটদের স্বাগত জানানো হয়। ছবি: এবিসি নিউয

অ্যাটল্যান্টার বেনযামিন ই মেয়েস হাইস্কুলের স্ক্রিনে গ্র্যাজুয়েটদের স্বাগত জানানো হয়। ছবি: এবিসি নিউয

  • 0

অ্যাটল্যান্টার একটি হাইস্কুলের গ্র্যাজুয়েশন পার্টিতে বিতর্কের জেরে স্কুলের বাইরে গুলিতে এক কিশোরী নিহত হয়েছে। আহত হয়েছে আরেক কিশোর। বেনযামিন ই মেয়েস হাইস্কুলের বাইরে রোববার রাতে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রোববার গভীর রাতে বেনযামিন ই মেয়েস হাইস্কুলে গুলিতে বেশ কয়েকজন আহতের খবর পেয়ে তারা সেখানে যায়।

এ সময় ব্রেসিয়া পাওয়েল নামের ১৬ বছর বয়সী এক কিশোরীকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। 

ফুল্টাওন কাউন্টির মেডিক্যাল এক্সামিনার হাসপাতালে পাওয়েলের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

একই ঘটনায় গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে ১৬ বছর বয়সী আরেক কিশোর। 

পুলিশের ধারণা গ্র্যাজুয়েশন পার্টিতে বিতর্ক শুরু হয়। পরে স্কুলের বাইরে গুলি চালায় সন্দেহভাজন। 

এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি পুলিশ। তবে সন্দেহভাজনকে ধরিয়ে দিতে ও অন্য তথ্য দিয়ে সহযোগিতা করতে ১০ হাজার ডলার পুরস্কার ঘোষণা করেছে অ্যাটল্যান্টা পুলিশ। 


0 মন্তব্য

মন্তব্য করুন