বরফের চাদর বিছানো শুরু নিউ ইয়র্কসহ তিন স্টেইটে

টিবিএন ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ৩ ২০২৫, ০:০৬ হালনাগাদ: ডিসেম্বর ৪ ২০২৫, ২২:১২

নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনে ২০১৭ সালের ১০ ফেব্রুয়ারি প্রবল তুষারপাতের মধ্যে একটি স্লেডে করে সন্তানকে টেনে নিয়ে যান এক নারী। ছবি: রয়টার্স

নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনে ২০১৭ সালের ১০ ফেব্রুয়ারি প্রবল তুষারপাতের মধ্যে একটি স্লেডে করে সন্তানকে টেনে নিয়ে যান এক নারী। ছবি: রয়টার্স

  • 0

নিউ জার্সির নিউটনের প্রাণকেন্দ্রে তুষারড়ের প্রভাব দৃশ্যমান। তুষারাচ্ছন্ন পথ পরিষ্কারে সরকারি কর্মীদের পাশাপাশি তৎপরতা দেখা গেছে সাধারণ লোকজনের মধ্যে।

তুষারঝড় শুরু হয়েছে নিউ ইয়র্ক, নিউ জার্সি ও কানেকটিকাটে। সীমান্তবর্তী এ তিন স্টেইটের সড়ক ও ফুটপাতগুলো মঙ্গলবার ঢেকে গেছে বরফের চাদরে।

আইউইটনেস নিউজ জানায়, তুষারপাত ও বৃষ্টির কারণে নিউ ইয়র্ক ও নিউ জার্সিতে কিছু স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। কিছু শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হয়েছে দেরিতে।

সম্ভাব্য উল্লেখযোগ্য তুষারঝড়জনিত বিপজ্জনক আবহাওয়া পরিস্থিতিকে মাথায় রেখে স্টেইটের উত্তরপশ্চিমাঞ্চলীয় পাঁচটি কাউন্টিতে মঙ্গলবার জরুরি অবস্থার ঘোষণা দিয়েছেন নিউ জার্সির গভর্নর ফিল মারফি।

সড়কে যানবাহন চলাচল তদারকি করছে স্টেইটের ডিপার্টমেন্ট অব পাবলিক ওয়ার্কস (ডিপিডব্লিউ), যেখানে বড় সড়ক পরিষ্কার করে চালকদের জন্য নিরাপদ চলাচলের ব্যবস্থা করছে বিভিন্ন টিম।

নিউ জার্সির নিউটনের প্রাণকেন্দ্রে তুষারড়ের প্রভাব দৃশ্যমান। তুষারাচ্ছন্ন পথ পরিষ্কারে সরকারি কর্মীদের পাশাপাশি তৎপরতা দেখা গেছে সাধারণ লোকজনের মধ্যে।

অনেকের জন্য অত্যাবশ্যকীয় গন্তব্য হিসেবে আবির্ভূত হয়েছে হার্ডওয়্যারের দোকানগুলো। নিউ জার্সির স্পার্টার একটি দোকানের সরবরাহ এরই মধ্যে শেষ হয়ে গেছে।

নিউ ইয়র্কের অরেঞ্জ কাউন্টিতে বিপজ্জনক পরিস্থিতিতে ১৭ নম্বর রুটে গাড়ির সারি দেখা গেছে। এমন পরিস্থিতিতে বেসরকারি অপারেটরদের পাশাপাশি হাইওয়ের কর্মীরা তুষার সরানোয় অগ্রাধিকার দিয়েছেন।

এ কাজে লাগানো হয়েছে হাসপাতালের পার্কিং লটে থাকা যন্ত্রপাতি থেকে শুরু করে পিকআপ ট্রাকের প্লকে।

এদিকে নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল আপস্টেইট নিউ ইয়র্কের অংশবিশেষের বাসিন্দাদের স্টেইটের বেশির ভাগ অংশে মৌসুমের প্রথম বড় ধরনের তুষারপাতের জন্য প্রস্তুত থাকার পরামর্শ দিয়েছেন।

তার ভাষ্য, ঝড়ের সময় নিউ ইয়র্কবাসীকে সহায়তার জন্য প্রস্তুত স্টেইটের সংস্থাগুলো। তুষার সরানোর কাজে থাকা ক্রুরা সড়কপথ নিরাপদ রাখতে বাইরে থাকবেন।

সবাইকে আবহাওয়া সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের আহ্বান জানিয়েছেন নিউ ইয়র্ক গভর্নর।

স্টেইটের কিছু অংশে ছয় ইঞ্চি বা তার বেশি তুষার পড়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।