ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের একটি হাসপাতালের ছাদ ধসে পড়েছে বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েল।
সংবাদমাধ্যমটির বৃহস্পতিবার সকালের প্রতিবেদনে জানানো হয়, সরোকা হাসপাতালের ছাদের একাংশ ধসে পড়েছে। একই সঙ্গে ভেঙে গেছে হাসপাতাল ভবনের বাইরের দেয়ালের কাচ।
হাসপাতালটির মুখপাত্র স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, ক্ষেপণাস্ত্র হামলায় ছয়জন গুরুতর আহত হন।
হাসপাতালটির ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় স্থানীয়দের সেখানে চিকিৎসা না নেওয়ার অনুরোধ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, হাসপাতাল ও ইসরায়েলের বেসামরিক জনগণের ওপর ইরান সরকারের ইচ্ছাকৃত হামলা আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সামনে তুলে ধরা হবে। সেই উদ্দেশ্যে ক্ষতিগ্রস্ত হাসপাতালটিতে মিডিয়া অপারেশন সেন্টার স্থাপন করা হচ্ছে।
ইসরায়েলের এক সামরিক কর্মকর্তা জানান, হাসপাতালটি ছাড়াও আরও তিনটি বেসামরিক স্থাপনায় আঘাত হেনেছে ইরানের ক্ষেপণাস্ত্র।
বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত শঙ্কাকে সত্যি করে শুক্রবার শুরুর সময়ে ইরানে হামলা চালায় ইসরায়েল। জবাবে ইসরায়েলকে লক্ষ্য করে ড্রোনের পাশাপাশি ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।
এক সপ্তাহ ধরে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রেখেছে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দুই রাষ্ট্র।
ইসরায়েল বৃহস্পতিবার ইরানের ভারী পানির একটি রিঅ্যাক্টরে হামলা চালিয়েছে। একই দিন ইসরায়েলের দিকে বেশ কিছু ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান।
ইরানের হামলায় ইসরায়েলের বেশির ভাগ অংশে সাইরেন বেজে ওঠে বলে জানায় দেশটির সামরিক বাহিনী।
বিস্ফোরণের শব্দ শোনা যায় জেরুজালেম ও তেল আবিবে।