চক্ষু মেলিয়া পৃথিবী দেখতে ছাড়লেন ৩০ লাখ রুপির চাকরি

টিবিএন ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১৩ ২০২৫, ১:১০ হালনাগাদ: ডিসেম্বর ১৩ ২০২৫, ৭:৩০

লোভনীয় বেতনের চাকরি আর শৃঙ্খল ছেড়ে কেন বেছে নিলেন এ পথ, এ কথা জানিয়েছেন ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্টে। ছবি: ইনস্টাগ্রাম

লোভনীয় বেতনের চাকরি আর শৃঙ্খল ছেড়ে কেন বেছে নিলেন এ পথ, এ কথা জানিয়েছেন ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্টে। ছবি: ইনস্টাগ্রাম

  • 0

চাকরি থেকে অব্যহতি নেওয়া ওই নারী জানান, কম বয়স থেকেই প্রচলিত ধারায় জীবনযাপন করে আসছিলেন তিনি। স্নাতক শেষ করা, উচ্চ বেতনের চাকরি, বিয়ে, নিজের জন্য ভালো বাড়ি এসবকিছুই সম্পন্ন করেন সময়মতো, কিন্তু মন প্রতিনিয়ত জানান দিচ্ছিল ভালোবাসার কাজ অন্যকিছু।

কর্মব্যস্ততা, নাগরিক কোলাহল, দৃশ্যত উন্নত জীবনের পেছনে বিরামহীন ছোটাছুটি। এ সবকিছুই একসময় কম গুরুত্বপূর্ণ হয়ে পড়ে তার কাছে। এর পরিবর্তে জীবন ও জগতের সৌন্দর্য দেখতে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে চলাই হয়ে উঠে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই ৩০ লাখ রুপির পূর্ণকালীন চাকরি ছেড়ে নিয়মিত ভ্রমণকে জীবনের নতুন রুটিন বানিয়েছেন ভারতীয় ওই নারী।

প্রযুক্তিবিদ ভারতীয় নারীর ভ্রমণপ্রেমী হওয়ার কাহিনিটি তুলে ধরেছে এনডিটিভি।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে জানানো হয়, ভারতীয় মুদ্রায় বার্ষিক ৩০ লাখ রুপির চাকরি ছেড়ে বোহেমিয়ান জীবনের উদ্দেশে বের হওয়ার কথা ইনস্টাগ্রামে ভিডিও পোস্টে জানান ‘দ্য আনটোল্ড ট্রেইলস’ অ্যাকাউন্টের ওই নারী।

তার সে ভিডিও ব্যাপক সাড়া ফেলে সামাজিক যোগাযোগমাধ্যমে।

চাকরি থেকে অব্যহতি নেওয়া নারী জানান, কম বয়স থেকেই প্রচলিত ধারায় জীবনযাপন করে আসছিলেন তিনি। স্নাতক শেষ করা, উচ্চ বেতনের চাকরি, বিয়ে, নিজের জন্য ভালো বাড়ি, এ সবকিছুই সম্পন্ন করেন সময়মতো, কিন্তু মন প্রতিনিয়ত জানান দিচ্ছিল ভালোবাসার কাজ অন্যকিছু।

বেশ কয়েক বছর একটি প্রযুক্তি প্রতিষ্ঠনে নিষ্ঠার সঙ্গে পালন করেন ৯টা-৫টার চাকরি। অবশেষে সিদ্ধান্ত নেন চাকরি ছেড়ে জীবনকে সতেজ অনুভূতি দিতে ভ্রমণে বেরিয়ে পড়ার।

তার এ ভাবনা সাড়া জাগিয়েছে নেটিজেনদের মধ্যে। সাহসী সিদ্ধান্ত উল্লেখ করে সমর্থন জানিয়েছেন অনেকে।

কেউ কেউ প্রশ্ন তোলেন আধুনিক পেশাজীবন ও ব্যক্তিজীবনের ভারসাম্য বজায় রাখার চ্যালেঞ্জ নিয়ে।

ভিডিওতে একজন মন্তব্য করেন, ’আপনাকে ক্লাবে স্বাগতম। মাঝে মাঝে করপোরেট জীবন মিস করি, কিন্তু এটি ছেড়ে দেওয়াই আমার জীবনের সেরা সিদ্ধান্ত ছিল। আপনি একটি অসাধারণ যাত্রার পথে হাঁটা শুরু করেছেন।’

অপর একজন বলেন, ‘নিজের ইচ্ছার পথে হাঁটুন, প্রকৃতিই সঠিক পথ দেখাবে।’

ভিডিওর দর্শকদের উদ্দেশে ওই নারী বলেন, এটি তার একক সিদ্ধান্ত, অন্যদের উৎসাহ দিতে নয়।

নিরাপত্তা নিশ্চিত না করে চাকরি ছেড়ে ভ্রমণের সিদ্ধান্ত না নিতেও অনুরোধ জানান তিনি।