ভারতের মধ্য দিল্লির পাহাড়গঞ্জ এলাকায় ১৫ বছরের এক বালককে তার স্কুলের বাইরে ছুরিকাঘাতের অভিযোগে অপ্রাপ্তবয়স্ক তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে শনিবার জানিয়েছে পুলিশ।
এনডিটিভি জানায়, গত ৪ সেপ্টেম্বর ঘটনাটি ঘটে। ওই দিন বুকে বিদ্ধ ছুরি নিয়েই কিশোরটি থানায় যায় বলে আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে পুলিশ।
সংবাদমাধ্যমটি আরও জানায়, কিশোরকে কালাবতী সরন হসপিটালে নেওয়া হয় এবং পরবর্তী সময়ে তাকে আরএমএল হসপিটালে রেফার করা হয়। সেখানে চিকিৎসকরা সফলভাবে তার বুক থেকে ছুরিটি অপসারণ করেন বলে জানায় পুলিশ।
বাহিনীর প্রাথমিক তদন্তে প্রাপ্ত তথ্য অনুযায়ী, অভিযুক্ত কিশোরদের একজনকে পিটিয়েছিল কয়েকজন বালক। মারধরের শিকার কিশোরটির সন্দেহ, ভুক্তভোগী স্কুলছাত্র হামলায় উসকানি দিয়েছে। এর প্রতিশোধ নিতে মারধরের শিকার কিশোর ও তার দুই সহযোগী স্কুলের গেটের কাছে কিশোরের সঙ্গে বাদানুবাদ করে তাকে ছুরিকাহত করে।
দিল্লি সেন্ট্রালের ডেপুটি পুলিশ কমিশনার নিধিন ভালসান জানান, অপ্রাপ্তবয়স্ক একজন স্কুলছাত্রকে ছুরিকাঘাত করে। এ ছাড়া অন্য একজন বিয়ারের ভাঙা বোতল দিয়ে স্কুলছাত্রটিকে আঘাতের হুমকি দেয়।
এ ঘটনায় দুটি আইনে পাহাড়গঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, স্থানীয় গোয়েন্দা তথ্যের সাহায্য নিয়ে ও দ্রুত তল্লাশির মাধ্যমে ১৫ থেকে ১৬ বছর বয়সী তিন অভিযুক্তের প্রত্যেককে মামলা দায়েরের কয়েক ঘণ্টার মধ্যে আরামবাগ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
বাহিনীটি আরও জানায়, ছুরি এবং বিয়ারের ভাঙা বোতল উদ্ধার করা হয়েছে।