কুইন্সে নিখোঁজ ডিজের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার: সিরিয়াল কিলিংকে ঘিরে জল্পনা

টিবিএন ডেস্ক

প্রকাশিত: জুলাই ৯ ২০২৫, ৬:৩৮ হালনাগাদ: ডিসেম্বর ১৩ ২০২৫, ৯:০৩

নিউটাউন খালে থেকে উদ্ধার করা হয়  ডিজে ব্রিকির মৃতদেহ। ছবি:  নিউ ইয়র্ক ডেইলি নিউজ

নিউটাউন খালে থেকে উদ্ধার করা হয় ডিজে ব্রিকির মৃতদেহ। ছবি: নিউ ইয়র্ক ডেইলি নিউজ

  • 0

গত দুই বছরে এ নিয়ে চারজন পুরুষের মৃতদেহ পাওয়া গেছে নিউটাউন খালে।

প্রায় তিন সপ্তাহ নিখোঁজ থাকার পর রবিবার কুইন্সের নিউটাউন খালের একটি নৌকা থেকে জনপ্রিয় ডিজে রেডা ব্রিকির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, রবিবার দুপুরের দিকে লং আইল্যান্ড সিটির পুলাস্কি ব্রিজের কাছে নিউটাউন খালে নোঙর করা একটি নৌকায় ৫২ বছর বয়সী রেডা ব্রিকির পচাগলা মৃতদেহ দেখতে পান একজন পথচারী।

নিউ ইয়র্ক ডেইলি নিউজ জানিয়েছে, ব্রিকির প্রাথমিক ময়নাতদন্ত নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধানে আরও পরীক্ষা-নিরীক্ষা করা হবে বলে জানিয়েছে পুলিশ। তবে প্রাথমিকভাবেভ তার শরীরে কোনও স্পষ্ট আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পুলিশের ধারণা জুনের কোন এক সময় মারা গেছেন ব্রিক।

ব্রিকিকে শেষ দেখা যায় ১৪ জুন, ডাব্লিউ. ওয়ান টু সেভেনটিয়েথ স্ট্রিটের কাছে সেন্ট নিকোলাস অ্যাভিনিউয়ের ফ্রেঞ্চ রেস্তোরাঁ মেইসন হারলেমে। সেখানে ওই সময় ডিজে পার্টিতে ছিলেন তিনি।

এদিকে গত দুই বছর ধরে নিউটাউন খালে এ নিয়ে চাজন ব্যক্তির মৃতদেহ পাওয়া গেছে। নিহতরা ওই এলাকায় পার্টি করছিলেন। রহস্যময় এই মৃত্যু নিয়ে অনলাইন গুজব ছড়াচ্ছে। এমনকি সিরিয়াল কিলিংয়ের ভয়ও তৈরি হয়েছে।

পুলিশ ব্রিকির মৃত্যুর সাথে আগে উদ্ধার হওয়া মৃতদেহগুলোর কোনও যোগসূত্র শনাক্ত করতে পারেনি।

এর আগে বন্ধুবান্ধব এবং ভক্তরা প্রায় তিন সপ্তাহ ধরে ব্রিকিকে খুঁজছিলেন। লিফলেট এবং সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে তার নিখোঁজ হওয়ার খবর চারদিকে ছড়িয়ে পড়ে।

পরে ব্রিকির নিখোঁজ হওয়ার খবর পুলিশকে জানানো হয়।

গত বছরের জুলাই মাসে, নিউটাউন খালের নিকটবর্তী নকডাউন সেন্টারে পার্টি করার পর দামানি আলেকজান্ডারের মৃতদেহ উদ্ধার করা হয়। শহরের মেডিকেল পরীক্ষকরা কোন ভাবেই তার মৃত্যুর কারণ নিশ্চিত করতে পারেননি।

কর্তৃপক্ষ জানিয়েছে, শহরের শিশু কল্যাণ সংস্থার কেস ম্যানেজার ২৭ বছর বয়সী কার্ল ক্লেমেন্টে ২০২৩ সালের জুন মাসে ব্রুকলিন মিরাজে পার্টি করার পর দুর্ঘটনাক্রমে নিউটাউন খালে ডুবে মারা যান। এছাড়া গোল্ডম্যান শ্যাক্সের একজন সিনিয়র বিশ্লেষক ২৭ বছর বয়সী জন ক্যাস্টিককে মিরাজে একটি শোতে যোগদানের কয়েক সপ্তাহ পরে খালে মৃত অবস্থায় পাওয়া যায় ।