সালমান খানের বিরল রোগ, টানা ৮ ঘণ্টা অস্ত্রোপচার

টিবিএন ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৫ ২০২৫, ১১:৪১

আটবার অস্ত্রোপচার করতে হয়েছে সালমান খানকে। ছবি: ফ্রি প্রেস জার্নাল

আটবার অস্ত্রোপচার করতে হয়েছে সালমান খানকে। ছবি: ফ্রি প্রেস জার্নাল

  • 0

বছরের পর বছর ধরে বয়ে বেড়ানো অসহনীয় শারীরিক যন্ত্রণা নিয়ে কথা বলেন এই বলিউড অভিনেতা

ট্রাইজেমিনাল নিউরালজিয়া নামে বিরল রোগে আক্রান্ত হন বলিউডের ভাইজান খ্যাত অভিনেতা সালমান খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে স্নায়ুজনিত রোগটির সাথে অভিনেতার লড়াই এবং তা কাটিয়ে উঠতে তার আট ঘণ্টার অস্ত্রোপচার নিয়ে মুখ খুলেছেন সালমান খান।

ওটিটি প্ল্যাটফর্ম আম্যাজন প্রাইমে শুরু হওয়া নতুন শো ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কল’ এর প্রথম পর্বে অতিথি হয়ে আসেন সালমান। শোতে, বছরের পর বছর ধরে বয়ে বেড়ানো অসহনীয় শারীরিক যন্ত্রণা নিয়ে কথা বলেন এই বলিউড অভিনেতা।

সালমান বলেন, ‘যখন আমার ট্রাইজেমিনাল নিউরালজিয়া ধরা পড়ে সেসময়কার সেই ব্যথাটা কেউ চাইবে না তার সবচেয়ে বড় শত্রুরও সেই ব্যথা থাকুক। কিন্তু আমি সাড়ে সাত বছর ধরে এই ব্যথাটা ভোগ করেছি।’

সালমান জানান, প্রতি চার-পাঁচ মিনিট অন্তর তার এই ব্যথা হতো। তিনি বলেন, ‘আমার নাস্তা করতে দেড় ঘন্টা সময় লাগত এবং আমি সরাসরি রাতের খাবার খেতে যেতাম। ব্যথানাশক ওষুধেও কোনো কাজ হত না।’

চিকিৎসকরা প্রথমে ধারণা করেছিল হয়তো সমস্যাটি অভিনেতার দাঁতে। কিন্তু যখন তারা লক্ষ্য করলেন পান করার সময় তার ব্যথা আরও বেড়ে গেছে তখন তারা বুঝতে পারলেন, এটি স্নায়ুজনিত কারণে হয়েছে।

২০০৭ সালে সালমানের পার্টনার সিনেমার সেটে প্রথম তার এই সমস্যা দেখা দেয়। একে 'আত্মহত্যাজনিত রোগ' বলা হয়। এই অবস্থার কারণেই সবচেয়ে বেশি আত্মহত্যা ঘটে।

তিনি জানান, এখন এই রোগ সহজেই চিকিৎসা করা যায়। গামা নাইফ নামে এই অস্ত্রোপচারের জন্য তার মুখে ৭-৮ ঘণ্টা ধরে স্ক্রু লাগিয়ে রাখা হয়।

তিনি আরও জানান, আটবার অস্ত্রোপচার করতে হয়েছে তাকে। চিকিৎসকরা বলেছিলেন তার ব্যথা হয়তো ২০-৩০ শতাংশ কমবে। সৌভাগ্যক্রমে ব্যথা পুরোপুরি সেরে গেছে।

তবে সম্পূর্ণ সুস্থ নন দাবাং খ্যাত এই অভিনেতা। বর্তমানে তার অ্যানিউরিজম (ধমনীর ত্রুটি) হয়েছে। তিনি বলেন, এটার সাথেই তাকে বাঁচতে হবে। বাইপাস সার্জারি, হৃদযন্ত্রের চিকিৎসা—এসব করেই জীবনে লড়াই চালিয়ে যেতে হয় বলে মনে করেন সালমান খান।