সম্প্রতি রিয়্যালিটি শো ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল’- এর এক পর্বে হাজির হয়েছিলেন বলিউড অভিনেতা সাইফ আলী খান।
শো তে চলতি বছরের শুরুতে মুম্বাইয়ে বান্দ্রার নিজ বাড়িতে হামলা ও ছুরিকাঘাত হওয়ার ঘটনার স্মৃতিচারণ করেন তিনি। কথা প্রসঙ্গে জানান হামলার পর হাসপাতালে পৌঁছানো এবং সুস্থ হয়ে বাড়ি ফেরার সময়ের অভিজ্ঞতা।
অতর্কিত এ হামলার পর সাত বছর বয়সী ছেলে তৈমুরকে সঙ্গে নিয়ে অটোতে করে হাসপাতালে পৌঁছেছিলেন অভিনেতা। সেখানে গিয়ে দেখতে পান, জরুরী বিভাগের সব কর্মচারী ঘুমিয়ে আছে।
সাইফ বলেন,’ আমি তখন এক কর্মচারীকে ডেকে বললাম,আমরা কি একটি স্ট্রেচার পেতে পারি? সে বলল, হুইলচেয়ার? আমি বললাম, আমার একটি স্ট্রেচার দরকার। কর্মচারী তখন না করে দিল। অবশেষে বললাম, আমি সাইফ আলী খান এবং এটা মেডিক্যাল ইমার্জেন্সি। সঙ্গে সঙ্গে হাসপাতাল সব ব্যবস্থা করল।’
আবার হাসপাতাল থেকে বাড়ি ফেরার সময় হুইলচেয়ার ও অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে চেয়েছিল হাসপাতাল। কিন্তু এ প্রস্তাব নাকচ করেছিলেন সাইফ।
অভিনেতা ঘাড়ের কাছে আঘাতপ্রাপ্ত স্থানে হাত দিয়ে বলেন, ‘এটা খুব খারাপ ছিল। কিন্তু তারা (চিকিৎসক) এখানে অস্ত্রোপাচার করেছিল। আমার হুইলচেয়ারের প্রয়োজন ছিলনা। অনেকে তখন পরামর্শ দেয়, আপনার অবশ্যই অ্যাম্বুলেন্স নেওয়া উচিত। কিন্তু আমার উদ্দেশ্য ছিল পরিবার, বন্ধু কিংবা ভক্তদের কোনো দুশ্চিন্তায় না ফেলা। হেঁটে বাড়ি ফিরে নিজের সুস্থতার বার্তা দিতে চেয়েছিলাম।’
কিন্তু তার এ সিদ্ধান্ত অনেক প্রতিক্রিয়ার জন্ম দিয়েছিল বলেও শো তে উল্লেখ করেন তিনি। এত দ্রুত সাবলীলভাবে বাড়ি ফেরায় অনেকে হামলার ঘটনাটি মিথ্যা, অতিরঞ্জিত বলে মন্তব্য করেছিলেন।
সাইফের সঙ্গে এ পর্বে উপস্থিত ছিলেন অভিনেতা অক্ষয় কুমার। অক্ষয় বলেন, ‘লড়াইয়ের জন্য তোমাকে অভিবাদন। তোমার সাহস ছিল। তুমি একজন সত্যিকারের নায়ক।অন্তত তোমার পরিবার ও সন্তানদের জন্য।’