পুলিশ ডিপার্টমেন্ট বলছে, ইন্ডিয়ানার লাফায়েটের একটি অ্যাপার্টমেন্টে গত বৃহস্পতিবার গুলির ঘটনাটি ঘটে। প্রাথমিকভাবে আহতদেরকে ফ্রান্সিসকান হেলথ লাফায়েট ইস্ট হসপিটালে চিকিৎসা দেয়া হয়। তারা শঙ্কামুক্ত।
লাফায়েট পুলিশ ডিপার্টমেন্টের লেফট্যান্যান্ট জাস্টিস হার্টম্যান বলেন, ২৩ বছর বয়সী ট্রেশান স্মিথ হত্যা মামলার পলাতক আসামি। আর শিশুটির মা তার বন্ধু। ঘটনাস্থলে একটি বন্দুক কোনোভাবে শিশুটির হাতে পড়ে। সে খেলার ছলে গুলি চালালে সেখানে উপস্থিত তার মা ও স্মিথ গুলিবিদ্ধ হন।
হাসপাতালে চিকিৎসা নেয়ার পর সেখান থেকে স্মিথকে পুলিশ গ্রেফতার করে।
পুলিশ আরও জানায়, স্মিথের গ্রেফতারের বিষয়টি তারা ইলিনয়ের মার্কহাম পুলিশ ডিপার্টমেন্টের সঙ্গে সমন্বয় করবে।