জয়েন্ট বেইজ এলমেনডর্ফ-রিচার্ডসন- এর বিবৃতির বরাতে এ তথ্য জানিয়েছে এবিসি নিউয।
বিবৃতিতে বলা হয়েছে, বৃহস্পতিবার দুটি এএইচ-সিক্সটিফোর অ্যাপাচি হেলিকপ্টার প্রশিক্ষণ শেষে বেইজে ফিরছিল। সে সময় একটির সঙ্গে আরেকটি সংঘর্ষের কারনে দুটিই হেইলে এলাকায় বিধ্বস্ত হয়।
ঘটনাস্থলেই দুই সেনাসদস্যকে মৃত ঘোষণা করা হয়। আহতদের ফেয়ারব্যাংক্স মেমোরিয়াল হাসপাতালে নেয়ার সময় পথে আরেকজন মারা যান।
ইলেভেনথ এয়ারবোর্ন ডিভিশনের মুখপাত্র জন এম. পেনেল জানান, হতাহতদের পরিবারকে খবরটি না জানানো পর্যন্ত তাদের নাম প্রকাশ করা হবে না। দুর্ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ইউএস আর্মির হেলিকপ্টার বিধ্বস্তের কয়েকটি ঘটনা ঘটেছে।
দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার প্রশিক্ষণ চলাকালে গত মাসে ক্যান্টাকি-টেনেসির সীমান্তের কাছে বিধ্বস্ত হয়। এতে নয় সেনা নিহত হন। ফেব্রুয়ারিতে অ্যালাস্কা থেকে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয় একটি অ্যাপাচি হেলিকপ্টার। তাতে থাকা দুই সেনা আহত হন।
ফেডারেল সরকারে তদন্ত রেকর্ড বলছে অনুযায়ী, ২০১২ থেকে ২০২১ সালের মধ্যে প্রায় ৩০০টি ন্যাশনাল গার্ড হেলিকপ্টার নন-কমব্যাট উড্ডয়নকালে বিধ্বস্ত হয়েছে।