নর্থ ডেকোটায় গুলিতে পুলিশ অফিসার নিহত

টিবিএন ডেস্ক

জুলাই ১৫ ২০২৩, ১৬:৫০

ফার্গোতে গান ভায়োলেন্সের ঘটনা ঘটেছে। ছবি: এবিসি নিউজ

ফার্গোতে গান ভায়োলেন্সের ঘটনা ঘটেছে। ছবি: এবিসি নিউজ

  • 0

নর্থ ডেকোটায় সন্দেহভাজনের অস্ত্রের গুলিতে এক পুলিশ অফিসার নিহত ও দুই পুলিশ অফিসার গুরুতর আহত হয়েছেন। ফার্গো পুলিশ জানায়, শুক্রবারের ওই গুলির ঘটনায় দুজন বেসামরিক ব্যক্তিও গুলিবিদ্ধ হন।

আহত বেসামরিক ব্যক্তিদের মধ্যে একজন সন্দেহভাজন হামলাকারী। পরে তিনি প্রাণ হারান।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফার্গো পুলিশ জানিয়েছে, সাউথের টুয়েন্টি ফিফথ স্ট্রিট ও নাইন্থ অ্যাভিনিউ সাউথের ইন্টারসেকশনে গুলি চালান সন্দেহভাজন হামলাকারী।

ফার্গো সিটি এক বিবৃতিতে বলেছে, ‘গুলির ঘটনায় মোট পাঁচজন আহত হন। তাদের মধ্যে ফার্গো পুলিশ ডিভিশনের তিন কর্মকর্তা ও দুই বেসামরিক নাগরিক রয়েছেন। তবে তিন পুলিশ কর্মকর্তার ভেতর একজনের মৃত্যু নিশ্চিত করেছে ফার্গো পুলিশ। অন্য দুই জনের অবস্থা আশঙ্কাজনক।’

বিবৃতিতে বলা হয়, গোলাগুলির ঘটনায় জড়িত বেসামরিক দুই আহত ব্যক্তির মধ্যে একজন সন্দেহভাজন পরে মারা যান।

হামলা চলাকালীন পুলিশ এলাকার বাসিন্দাদের সরিয়ে নেয়। প্রাথমিক তদন্ত শেষে পরে পুলিশ জানিয়েছে সাধারণ নাগরিকদের ওপর আর কোনো হুমকি নেই।

তারা বলেছেন, ঘটনার তদন্ত চলছে। হতাহতদের পরিবারকে জানানোর প্রক্রিয়া চলছে। গুলির ঘটনায় জড়িতদের পরিচয় তদন্তের স্বার্থে প্রকাশ করা হবে না।


0 মন্তব্য

মন্তব্য করুন