তবে, রাশিয়ার আক্রমণে শহরটি পুরোপুর ধ্বংস হয়ে গেছে বলে জানান তিনি। জাপানের হিরোশিমায় রোববার জি সেভেন সামিটে অংশগ্রহণকারী নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক শেষ এক সংবাদ সম্মেলনে এমনটা জানান জেলেনস্কি।
রাশিয়ার ইউক্রেনের পূবাঞ্চলীয় গুরুত্বপূর্ণ শহর বাখমুত দখলের খবর শনিবার রাতে জানায় রাশিয়ার সংবাদ সংস্থা আরটি। কিয়েভ শহরের নিয়ন্ত্রণ হারানোর খবরটি প্রত্যাখ্যান করে। দুপুরে জেলেনস্কি জানান রাশিয়ানরা শহরটি ধ্বংসস্তুপে পরিণত করলেও দখল করতে পারেনি।
ইউক্রেনের বাহিনী শহরটি ধরে রেখেছে কিনা বা রাশিয়া শহরটি দখল করেছে কিনা এমন প্রশ্নের জবাবে জেলেনস্কি বলেন, ‘আপনাদের বুঝতে হবে সেখানে কিছুই অবশিষ্ট নেই’।
বাখমুতের ধ্বংসযজ্ঞের সঙ্গে দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিরোশিমা ধ্বংসের তুলনা করেন জেলেনস্কি। তিনি যোগ করেন, 'যেভাবে হিরোশিমা শহরকে আবারও গড়ে তোলা হয়েছে ইউক্রেনের শহরগুলোকে সেভাবে আবারও গড়ে তোলার স্বপ্ন আমাদের।’
অ্যামেরিকা সময় শনিবার রাতে জেলেনস্কি ও জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা হিরোশিমা মেমোরিয়াল পিস পার্কে শ্রদ্ধা নিবেদন করেন।