হংকংয়ে ক্যাথে প্যাসিফিক জেটের ১১ যাত্রী আহত

টিবিএন ডেস্ক

জুন ২৪ ২০২৩, ১৯:৩৪

ক্যাথে প্যাসিফিক জেটলাইনারের একটি ফ্লাইটের টেক-অফ বাতিলের পর ১১ যাত্রী আহত হয়েছেন। ছবি: সংগৃহীত

ক্যাথে প্যাসিফিক জেটলাইনারের একটি ফ্লাইটের টেক-অফ বাতিলের পর ১১ যাত্রী আহত হয়েছেন। ছবি: সংগৃহীত

  • 0

ক্যাথে প্যাসিফিক জেটলাইনারের একটি ফ্লাইটের টেক-অফ বাতিলের পর যাত্রীদের বিমান থেকে নামিয়ে নেয়ার সময় ১১ যাত্রী আহত হয়েছেন। হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার প্রযুক্তিগত ত্রুটির কারণে এয়ারলাইন্সটি টেকঅফ বাতিল করে।

ক্যাথে প্যাসিফিক এক বিবৃতিতে জানিয়েছে, লস অ্যাঞ্জেলেসের উদ্দেশে যাত্রা করার জন্য যাত্রীবাহী ফ্লাইট সি এক্স এইট এইট জিরো ‘প্রযুক্তিগত ত্রুটির’ কারণে গেটে ফিরে আসে। ক্রুরা এরপর বিমানটির উড্ডয়ন বাতিল করে ‘বিমানে থাকা যাত্রীদের সরিয়ে নিতে সতর্কতামূলক’ ঘোষণা দেয়। ফ্লাইটটিতে ২৯৩ জন যাত্রী ও ১৭ জন ক্রু ছিলেন।

এয়ারলাইন্সটির দাবি, তারা বোর্ডে থাকা যাত্রীদের বিমান থেকে বেরিয়ে যেতে পাঁচটি এস্কেপ স্লাইড ব্যবহার করেছিল।

ক্যাথে প্যাসিফিকের মুখপাত্র বলেন, ‘বিমানের যাত্রীদের সরিয়ে নেয়ার প্রক্রিয়ার সময়ে ১১ যাত্রী আহত হন। তাদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আহত যাত্রী এবং ক্রুদের দেখাশোনা করা আমাদের অগ্রাধিকার।’

তবে কর্তৃপক্ষ বিমানটির সমস্যা সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানায়নি। পুলিশের বরাতে সংবাদ মাধ্যম আরটিএইচ বলেছে, প্লেনের একটি টায়ার অতিরিক্ত গরম হওয়ার ফলে ফেটে গিয়েছিল।


0 মন্তব্য

মন্তব্য করুন