ব্রডের শেষ ঝলকে পঞ্চম টেস্ট জিতল ইংল্যান্ড

টিবিএন ডেস্ক

জুলাই ৩১ ২০২৩, ১৮:৫২

অ্যালেক্স ক্যারিকে আউট করে উচ্ছ্বসিত স্টুয়ার্ট ব্রড। ছবি: ইসিবি

অ্যালেক্স ক্যারিকে আউট করে উচ্ছ্বসিত স্টুয়ার্ট ব্রড। ছবি: ইসিবি

  • 0

দ্য ওভাল টেস্টের মাঝপথেই ঘোষণা দিয়েছিলেন এটাই হতে যাচ্ছে তার দীর্ঘ ক্যারিয়ারের শেষ টেস্ট। অ্যাশেজের পঞ্চম টেস্টের পঞ্চম দিন অস্ট্রেলিয়ার শেষ উইকেট তুলে নিয়ে অবসরের ঘোষণা দেয়া স্টুয়ার্ট ব্রডই হয়ে থাকলেন ইংল্যান্ডের জয়ের নায়ক।

সিরিজের চতুর্থ টেস্ট বৃষ্টির কারণে ড্র হওয়ায় আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল যে অ্যাশেজ ট্রফি ধরে রাখছে অস্ট্রেলিয়া। একই সঙ্গে তারা সিরিজ হারছে না। তবে, সিরিজ জয় নিশ্চিত করতে শেষ টেস্টে জয় দরকার ছিল অজিদের।

তেমনটা হয়নি। ক্রিস ওকস, মইন আলি ও সবশেষ স্টুয়ার্ট ব্রডের ঝলকে ৪৯ রানে টেস্ট ম্যাচ জিতে সিরিজে ২-২ সমতা এনে অ্যাশেজ শেষ করেছে ইংল্যান্ড।

৩৮৪ রানে জয়ের লক্ষ্যে বিনা উইকেটে ১৩৫ রান নিয়ে পঞ্চম ও শেষ দিন শুরু করে সফরকারী দল। দুই সেট ব্যাটার ডেভিড ওয়ার্নার (৬০) ও উসমান খোয়াজাকে (৭২) ফিরিয়ে ইংল্যান্ডকে প্রথম সাফল্য এনে দেন ওকস।

মারনাস ল্যাবুশেইন ১৩ রান করে মার্ক উডের বলে আউট হলে বিপাকে পড়ে অস্ট্রেলিয়া। সেখান থেকে দলকে সামাল দেন স্টিভেন স্মিথ ও ট্র্যাভিস হেড। পঞ্চম উইকেটে ৯৫ রান যোগ করার পর মইন আলির বলে আউট হন হেড (৪৩)।

স্মিথকে ৫৪ রানে আউট করে ম্যাচের নিয়ন্ত্রণ ইংল্যান্ডের হাতে তুলে দেন ওকস। মিচেল মার্শ (৬) ও প্যাট কামিনসকে (৯) আউট করেন আলি। স্টার্ককে (০) ফেরান ওকস ।

কিছুটা প্রতিরোধ গড়া টড মারফির (১৮) উইকেট পান ব্রড। আর অজিদের শেষ ভরসা হয়ে টিকে থাকা অ্যালেক্স ক্যারির উইকেট শিকার করে একই সঙ্গে নিজের ক্যারিয়ার ও সিরিজের ইতি টানেন ব্রড।

এ ইনিংসে ২ উইকেটসহ মোট ১৬৭ টেস্টে ৬০৪ উইকেট নিয়ে ক্যারিয়ার শেষ করলেন ৩৭ বছর বয়সী এ পেইসার।

ইংল্যান্ডের হয়ে ইনিংসে সেরা বোলার ছিলেন ক্রিস ওকস। ৫০ রানে ৪ উইকেট নেন তিনি। মইন আলি ৭৬ রানে নেন ৩ উইকেট।

২৩ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার পক্ষে সিরিজ সেরা স্টার্ক। আর ১৯ উইকেট নিয়ে ইংল্যান্ডের পক্ষে সিরিজ সেরা হন ওকস। ম্যাচসেরাও হয়েছেন এ অলরাউন্ডার।