এমবাপের জন্য ৩০০ মিলিয়ন ইউরোর অফার আল হিলালের

টিবিএন ডেস্ক

জুলাই ২৪ ২০২৩, ১৭:২৮

পিএসজির জার্সিতে কিলিয়ান এমবাপে। ছবি: সংগৃহীত

পিএসজির জার্সিতে কিলিয়ান এমবাপে। ছবি: সংগৃহীত

  • 0

কিলিয়ান এমবাপেকে বিশ্বরেকর্ড মূল্যে দলে ভেড়াতে চাইছে সৌদি আরবের ক্লাব আল হিলাল। লিওনেল মেসিকে দলে টানতে না পারার ব্যর্থতা তারা কাটাতে চায় পিএসজি তারকাকে দলে নিয়ে।

সে লক্ষ্যে এমবাপের জন্যে পিএসজিকে ৩০০ মিলিয়ন ইউরোর বিশ্বরেকর্ড অফার দিয়েছে সৌদি সুপার লিগের ক্লাবটি। ফ্রেঞ্চ সংবাদমাধ্যমের দাবি পিএসজি এরই মধ্যে তাদের এই প্রস্তাবে সাড়া দিয়েছে। তবে, এমবাপে রাজি নন।

২০১৭ সালে নেইমারকে ২২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে বার্সেলোনা থেকে দলে টেনেছিল পিএসজি। সেটি এখনও ট্র্যান্সফার ফির বিশ্বরেকর্ড।

তবে, এমবাপের ইচ্ছা বরাবরই রিয়াল মাদ্রিদে খেলা। যে কারণে আল হিলালের বিশ্বরেকর্ড ট্র্যান্সফার ফি ও বছরে ২০০ মিলিয়ন ইউরো বেতনের প্রস্তাবও ফিরিয়ে দিতে যাচ্ছেন তিনি।

গত মাসে, প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) সঙ্গে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নেন এমবাপে। গত মৌসুমের শুরুতে ১০০ মিলিয়ন ইউরো সাইনিং মানি দিয়ে এমবাপের সঙ্গে তিন বছরের নতুন চুক্তি করে পিএসজি।

২০২৪ সালে সে চুক্তি শেষ হয়ে যাওয়ার পর এমবাপে আর নবায়ন করতে চাচ্ছেন না।

ফলে, ২০২৪ সালের মৌসুম শেষে এমবাপেকে বিনামূল্যে ছাড়তে হবে পিএসজিকে। যে কারণে এ মৌসুমেই ফ্রেঞ্চ এ তারকাকে ছাড়তে চাইছে পিএসজি।

চূড়ান্ত সিদ্ধান্ত নিতে এমবাপের হাতে ৩১ জুলাই পর্যন্ত সময় আছে।


0 মন্তব্য

মন্তব্য করুন