ব্রঙ্কসের বাসায় নারীকে ছুরিকাঘাতে হত্যা, প্রেমিকের খোঁজে পুলিশ

টিবিএন ডেস্ক

প্রকাশিত: জুন ২৯ ২০২৫, ১৬:৫৩

নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের গাড়ি। ছবি: ব্রঙ্কস টাইমস

নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের গাড়ি। ছবি: ব্রঙ্কস টাইমস

  • 0

বাসায় গিয়ে ৪০ বছর বয়সী নারীকে রক্তমাখা অবস্থায় পান পুলিশ কর্মকর্তারা। তার বুকে ও ডান বাহুতে ছুরিকাঘাতের চিহ্ন ছিল।

নিউ ইয়র্ক সিটির ব্রঙ্কসের একটি বাসায় শনিবার রাতে এক নারীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

এ ঘটনায় ওই নারীর প্রেমিককে খুঁজছে পুলিশ।

পুলিশ সূত্রের বরাতে ব্রঙ্কস টাইমস জানায়, ভুক্তভোগীর ভাই ৯১১ নম্বরে ডায়াল করে অপারেটরকে জানান, তার বোনকে ছুরিকাঘাত করা হয়েছে। সে খবর পেয়ে ওয়েকফিল্ডের ৬৬৭ ইস্ট ২৩২ স্ট্রিটের বাসাটিতে যান ৪৭তম থানার কর্মকর্তারা।

বাসায় গিয়ে ৪০ বছর বয়সী নারীকে রক্তমাখা অবস্থায় পান পুলিশ কর্মকর্তারা। তার বুকে ও ডান বাহুতে ছুরিকাঘাতের চিহ্ন ছিল।

ইমার্জেন্সি মেডিক্যাল সার্ভিসেস-ইএমএস ভুক্তভোগীকে দ্রুত মন্টেফিয়র হসপিটালে নিয়ে যায়। সেখানে পরবর্তী সময়ে তাকে মৃত ঘোষণা করা হয়।

ওই নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করেনি পুলিশ। বাহিনীর সূত্রগুলোর ধারণা, ভুক্তভোগীর ওপর হামলা চালান তার প্রেমিক।

এ হত্যার কারণ নিয়ে কোনো বক্তব্য দেয়নি পুলিশ।

সন্দেহভাজনকে তাৎক্ষণিকভাবে আটক করা যায়নি। এ বিষয়ে যেকোনো তথ্য দিতে ক্রাইম স্টপার্সের ৮০০-৫৭৭-টিআইপিএস নম্বরে যোগাযোগ করার অনুরোধ করেছে পুলিশ।

বাহিনীটি তথ্যদাতার বার্তা গোপন রাখার অঙ্গীকার করেছে।