নিউ জার্সির নিউয়ার্কে বেসরকারিভাবে পরিচালিত একটি অভিবাসী আটক কেন্দ্র থেকে বৃহস্পতিবার পালিয়েছেন চার বন্দি।
দ্য নিউ ইয়র্ক টাইমস জানায়, আটক কেন্দ্রের পরিবেশ নিয়ে কিছুদিন ধরে অস্থিরতার মধ্যে এ ঘটনা ঘটে বলে জানান নিউ জার্সির আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা, ফেডারেল এক মুখপাত্র এবং অন্য বন্দিদের আইনজীবীরা।
হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের মুখপাত্র ট্রিসিয়া ম্যাকলাফলিন শুক্রবার এক খুদেবার্তায় জানান, পলাতক বন্দিদের খুঁজে বের করতে আইনশৃঙ্খলা বাহিনীর আরও সহযোগীকে মোতায়েন করা হয়েছে।
বন্দিদের আইনজীবীরা জানান, ডেলানি হল হিসেবে পরিচিত এ আটক কেন্দ্রে বৃহস্পতিবার সন্ধ্যায় গোলযোগের খবর পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে পরিস্থিতি সামলাতে যান আইনশৃঙ্খলা বাহিনীর অনেক কর্মকর্তা।
আটক কেন্দ্রটিতে লকডাউন চলছে বলেও জানান আইনজীবীরা।
বন্দিদের সঙ্গে ফোনালাপ করা আত্মীয়দের সাক্ষাৎকার এবং আইনজীবীদের সঙ্গে কথা বলে জানা যায়, কারাবন্দি একদল আইনজীবী ঠিকমতো খাবার না দেওয়া এবং খাবারের মান নিয়ে অভিযোগ করেন। এ নিয়ে কয়েক দিন ধরে অস্থিরতা চলার পর বৃহস্পতিবার দৃশ্যত তা রূপ নেয় বিদ্রোহে।
অভিবাসীদের সহায়তা দেওয়া জরুরি হটলাইন ডায়ারের স্বেচ্ছাসেবী এলেন হুইট বলেন, লোকজন ক্ষুধার্ত এবং খুবই সংক্ষুব্ধ ছিলেন। আটক কেন্দ্রের ভেতরের পরিস্থিতি নিয়ে তারা বিদ্রোহ শুরু করেন।
হুইট জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে এক বন্দি ডায়ারের একজন কর্মীকে কল করেন। তার সঙ্গে কথা বলার সময় ভেতর থেকে চিৎকার শোনা যাচ্ছিল।