এক বিবৃতিতে পুলিশ সোমবার জানায়, শুক্রবার বিকেল ৪টার দিকে পাম ট্রেইল এলাকা থেকে একটি সুটকেসটি উদ্ধার করা হয়। এর কয়েক ঘণ্টা পর নর্থ ইস্ট সেভেন্থ অ্যাভিনিউ ও কোয়াস্যারিনা রোড সংলগ্ন ক্যানেলের কাছ থেকে আরও দুটি সুটকেস উদ্ধার করে। ওগুলোতেও দেহের খণ্ডিত অংশ ছিল।
প্রাথমিক তদন্তের পর ডেলরে বিচ পুলিশ জানিয়েছে, খণ্ডিত অংশগুলো ৩৫ থেকে ৫৫ বছরের এক নারীর। তিনি শ্বেতাঙ্গ বা হিস্প্যানিক বলে ধারণা করা হচ্ছে; উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চির মতো ও চুল বাদামি রঙের। তার ভ্রুতে ট্যাটু আঁকা ছিল। পরনে ছিল ফুলেল প্রিন্টের পোশাক।
পোশাকের ছবি প্রকাশ করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে ১৭ জুলাই থেকে ২০ জুলাইয়ের মধ্যে কোনো এক সময় সুটকেসগুলো ভাসিয়ে দেয়া হয়।
নিহতের পরিচয় শনাক্তে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ।