আইডাহোতে ওত পেতে দুই ফায়ারফাইটারকে হত্যা বন্দুকধারীর

টিবিএন ডেস্ক

প্রকাশিত: জুন ৩০ ২০২৫, ১৭:৩৪

আইডাহোর কোর দা’লেন এলাকার কাছে পর্বতারোহীদের জনপ্রিয় গন্তব্য ক্যানফিল্ড মাউন্টেইনে রবিবার কয়েকজন ফায়ারফাইটার হামলার শিকার হওয়ার পর চেরি হিল পার্কে অবস্থান নেন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা। ছবি: ইয়ং কোয়াক/রয়টার্স

আইডাহোর কোর দা’লেন এলাকার কাছে পর্বতারোহীদের জনপ্রিয় গন্তব্য ক্যানফিল্ড মাউন্টেইনে রবিবার কয়েকজন ফায়ারফাইটার হামলার শিকার হওয়ার পর চেরি হিল পার্কে অবস্থান নেন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা। ছবি: ইয়ং কোয়াক/রয়টার্স

  • 0

কুটন্যায় কাউন্টি শেরিফের অফিস জানায়, সন্দেহভাজন প্রাণ হারানোর আগে কয়েক ঘণ্টা ধরে চলা ওই ঘটনা।

আইডাহোর উত্তরাঞ্চলে রবিবার ওত পেতে থাকা বন্দুকধারীর গুলিতে দাবানল নেভাতে যাওয়া দুই ফায়ারফাইটার নিহত হয়েছেন।

বন্দুকধারীর গুলিতে আহত হয়েছেন আরও একজন।

কুটন্যায় কাউন্টি শেরিফের অফিস জানায়, সন্দেহভাজন প্রাণ হারানোর আগে কয়েক ঘণ্টা ধরে চলা ওই ঘটনা।

শেরিফ বব নরিস জানান, সিয়াটল থেকে প্রায় ৪২০ কিলোমিটার পূর্বে কোর দা’লেন এলাকার কাছে পর্বতারোহীদের জনপ্রিয় গন্তব্য ক্যানফিল্ড মাউন্টেইনে বন্দুক হামলা হয়। গোলাগুলির সময় আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা ও ফায়ারফাইটাররা দূর থেকে লুকিয়ে লক্ষ্যবস্তুর দিকে গুলি ছোড়েন।

সংবাদ সম্মেলনে নরিস জানান, তারা মনে করছেন, সন্দেহভাজন প্রথম গুলি ছুড়েছেন। এটি পুরোপুরি ছিল ওত পেতে হামলা। প্রতিহত করার কোনো সুযোগই পাননি হতাহত ফায়ারফাইটাররা।

শেরিফ আরও জানান, হাসপাতালে সার্জারির পর জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন আরেক ফায়ারফাইটার। পরবর্তী সময়ে তার অবস্থা স্থিতিশীল হয়।

রয়টার্স জানায়, সন্দেহভাজনের সঙ্গে গোলাগুলি চলে কর্মকর্তাদের, তবে বন্দুকধারীকে গুলি করে হত্যা করা হয়েছে নাকি তিনি আত্মহত্যা করেছেন, তা নিশ্চিত হওয়া যায়নি।

বার্তা সংস্থাটির প্রতিবেদনে উল্লেখ করা হয়, বন্দুক হামলার উদ্দেশ্য জানা যায়নি।

কাউন্টি শেরিফ নরিস সন্দেহভাজনের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি।

তিনি জানান, তাকে শনাক্ত করতে কাজ করছেন কর্মকর্তারা।