‘ভারত-পাকিস্তান রক্তাক্ত সংঘর্ষ যেকোনো সময়’

টিবিএন ডেস্ক

প্রকাশিত: মে ১৬ ২০২৫, ১৫:০৫ হালনাগাদ: ডিসেম্বর ৪ ২০২৫, ১১:৫৫

ফাইল ছবি

ফাইল ছবি

  • 0

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ‘অপারেশন সিন্দুর’ এখনো শেষ হয়ে যায়নি। জম্মু-কাশ্মীরের সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা মনে করছে, যুদ্ধ বন্ধ হলেও আবারো যেকোন মুহুর্তে রক্তাক্ত সংঘর্ষ শুরু হতে পারে।

ভারত ও পাকিস্তান এখনো তাদের ক্ষয়ক্ষতির জন্য একে অপরকে দোষারোপ করছে। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ‘অপারেশন সিন্দুর’ এখনো শেষ হয়ে যায়নি।

গুজরাটে সেনাবাহিনীর একটি অনুষ্ঠানে বৃহস্পতিবার তিনি রাজনাথ সিং বলেন, ‘প্যাহেলাগামে হামলায় নিহতদের রক্তের বদলা নিতে সমস্ত সন্ত্রাসীকে নিশ্চিহ্ন করার ব্রত নিয়েছে মোদি সরকার। আর সেই লক্ষ্যে তাদের ‘অপারেশন সিন্দুর’ চলমান রয়েছে।’

রাজনাথ সিং আরও অভিযোগ করেন, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড থেকে পাওয়া অর্থ পাকিস্তান সন্ত্রাসী কাজে ব্যবহার করতে পারে।

ভারত প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘আমি বিশ্বাস করি পাকিস্তান আইএমএফ থেকে পাওয়া এক বিলিয়ন ডলারের একটি বড় অংশ সন্ত্রাসবাদের অবকাঠামোতে অর্থায়নের জন্য ব্যবহার করবে। পাকিস্তানকে যে কোনো অর্থনৈতিক সহায়তা সন্ত্রাসবাদে অর্থায়নের চেয়ে কম নয়।’

পাকিস্তানের সাথে ভারতের রক্তক্ষয়ী সংঘর্ষের পর দুই দেশের মাঝে যুদ্ধবিরত ঘোষিত হলেও উত্তেজনা কমেনি। পাকিস্তান থেকে এরই মধ্যে ঘোষণা করেছে, এই যুদ্ধবিরতি আগামী ১৮ মে পর্যন্ত বলবত থাকবে।

অন্যদিকে ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা নিজেদের ঘরে ফিরতে শুরু করেছেন। কিন্তু গেলো সপ্তাহের সংঘর্ষের আতংক এখনো তাদের তাড়িয়ে বেড়াচ্ছে। যে কারণে নিজের বাসস্থানে ফিরে এলেও তাদের ভয় এখনো কাটেনি।

স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘আমরা এর আগে এমন সহিংসতা দেখিনি। যুদ্ধ বন্ধ হয়ে গেছে ঠিকই। কিন্তু আবারও এমন রক্তাক্ত সংঘর্ষ যে কোনো সময় শুরু হয়ে যেতে পারে। আমরা এখনো ভয়ে আছি।’