আহত দুজন শংকামুক্ত বলে জানিয়েছে কাউন্টি শেরিফ অফিস। পার্কের একাংশ শনিবার রাত পর্যন্ত বন্ধ ঘোষণা করে কায়োটির খোঁজে তল্লাশি চালানো হয়।
স্থানীয় শেরিফ অফিস জানিয়েছে, শুক্রবার বেলা ৩টার দিকে ওই কিশোরীর পায়ে কামড় দেয় একটি কায়োটি। কিশোরীর সঙ্গে থাকা একটি কুকুরও হামলার শিকার হয়। এর এক ঘণ্টা পর একই এলাকায় এক নারী কায়োটির কামড়ে আহত হন।
এরপর পার্কের ওই অংশে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করে পুলিশ।
এসেক্স কাউন্টি এক্সিকিউটিভ এক বিবৃতিতে ক্রেস্ট ড্রাইভে যান চলাচল বন্ধের নির্দেশনা জারি করেন। পার্কে যাওয়ার ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শও দেন তিনি।
কায়োটিকে দেখলে স্থানীয় পুলিশ বা শেরিফ অফিসে জানানোর অনুরোধ করেছে স্থানীয় কর্তৃপক্ষ।