নিউ ইয়র্ক সিটি পুলিশে বাংলাদেশি ৫ কর্মকর্তার পদোন্নতি

এহসান জুয়েল, নিউ ইয়র্ক

প্রকাশিত: মে ৩০ ২০২৫, ২৩:০২ হালনাগাদ: ডিসেম্বর ১৩ ২০২৫, ১৬:৪২

এনওয়াইপিডির পদোন্নতি পাওয়া বাংলাদেশি কর্মকর্তাসহ অনুষ্ঠানে আগত বাপার সদস্যরা। ছবি: টিবিএন

এনওয়াইপিডির পদোন্নতি পাওয়া বাংলাদেশি কর্মকর্তাসহ অনুষ্ঠানে আগত বাপার সদস্যরা। ছবি: টিবিএন

  • 0

এনওয়াইপিডির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে নিয়ে পদোন্নতি অনুষ্ঠানে আসেন কমিশনার জেসিকা টিচ। অ্যামেরিকার জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান।

নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট- এনওয়াইপিডিতে পদোন্নতি পেয়েছেন বাংলাদেশি অ্যামেরিকান পাঁচ কর্মকর্তা।

এনওয়াইপিডি সদরদপ্তরে শুক্রবার সকালে আনুষ্ঠানিকভাবে তাদেরসহ সংস্থটিতে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের হাতে সনদ তুলে দেন কমিশনার জেসিকা টিচ।

ওই সময় পদোন্নতিপ্রাপ্তদের স্বাগত জানানোর পাশাপাশি সিটিকে নিরাপদ রাখতে তাদের আরও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার তাগিদ দেন তিনি।

এর আগে এনওয়াইপিডির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে নিয়ে পদোন্নতি অনুষ্ঠানে আসেন কমিশনার জেসিকা টিচ।

অ্যামেরিকার জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান।

এনওয়াইপিডির পদোন্নতিপ্রাপ্তদের হাতে এরপর একে একে সনদ তুলে দেন পুলিশ কমিশনার।

বাংলাদেশি অ্যামেরিকান পাঁচ পুলিশ কর্মকর্তার মধ্যে সার্জেন্ট থেকে লেফটেন্যান্ট পদে পদোন্নতি পান দুইজন। তারা হলেন শেখ আহমেদ ও মোহাম্মেদ আহমেদ।

এ ছাড়া পুলিশ অফিসার মোহাম্মদ শোয়েব ও মোহাম্মদ আলী সার্জেন্ট পদে এবং মাইনুল হাসান ডিটেকটিভ পদে পদোন্নতি পান।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের নিজেদের দায়িত্বশীলতার পাশাপাশি পরিবারের ভূমিকা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন পুলিশ কমিশনার।

গত ৩২ বছরের ইতিহাসে এবার প্রথম মেমোরিয়াল ডেকেন্দ্রিক নিউ ইয়র্ক সিটিতে কোনো বন্দুক হামলার ঘটনা ঘটেনি বলেও জানান তিনি।

বাংলাদেশি অ্যামেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন-বাপার প্রেসিডেন্ট সার্জেন্ট ডিটেকটিভ স্কোয়াড এরশাদুর সিদ্দিক, ভাইস প্রেসিডেন্ট ক্যাপ্টেন একেএম আলম এবং সেক্রেটারি ডিটেকটিভ রাসেকুর মালিক অনুষ্ঠানে উপস্থিত হয়ে পদোন্নতি পাওয়া বাংলাদেশি কর্মকর্তাদের অভিনন্দন ও শুভকামনা জানান।