তাইওয়ান দখলের চেষ্টা করলে বিশ্ব বড় সংকটে পড়বে: অ্যামেরিকা

টিবিএন ডেস্ক

প্রকাশিত: মে ৩১ ২০২৫, ১৩:৩৯

ছবি: রয়টার্স

ছবি: রয়টার্স

  • 0

সিঙ্গাপুরে অনুষ্ঠিত ২২তম ইন্দো প্যাসিফিক সিকিউরিটি সামিটে অ্যামেরিকান ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ হুঁশিয়ারি দিয়েছেন, চীন যদি জোরপূর্বক তাইওয়ান দখল করতে চায়, তা ইন্দো-প্যাসিফিক অঞ্চল ও বিশ্বব্যাপী বড় সংকট ডেকে আনবে। তিনি মিত্রদের প্রতিরক্ষা বাজেট বাড়ানোর গুরুত্বও উল্লেখ করেছেন।

ইন্দো প্যাসিফিক অঞ্চলের ২২তম সিকিউরিটি সামিটে অ্যামেরিকার ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ সতর্ক করে বলেছেন, চীন যদি জোরপূর্বক তাইওয়ান দখল করতে চায়, তবে তা শুধু ইন্দো-প্যাসিফিকই নয়, পুরো বিশ্বের জন্য মারাত্মক পরিণতি ডেকে আনবে।

সিঙ্গাপুরে আয়োজিত সম্মেলনে শনিবার হেগসেথ বলেন, বেইজিংয়ের আগ্রাসী নীতির বিরুদ্ধে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের মিত্রদের একজোট হতে হবে এবং নিজেদের প্রতিরক্ষা বাজেট বাড়াতে হবে। এই অঞ্চলের দেশগুলো ইতিমধ্যেই গড়ে জিডিপির ১.৫ শতাংশ সামরিক খাতে বরাদ্দ করছে।

হেগসেথ আরও বলেন, ট্রাম্প প্রশাসনের সময় থেকেই ইন্দো-প্যাসিফিককে অগ্রাধিকার দেওয়া হচ্ছে এবং বর্তমান প্রশাসন চায়নার বিরুদ্ধে দৃঢ় অবস্থানে রয়েছে।

তিনি স্পষ্ট করে জানান, ‘চীন কোনোভাবেই তাইওয়ান দখল করতে পারবে না।’

চায়না দীর্ঘদিন থেকে তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড দাবি করে আসছে, কিন্তু তাইওয়ান সরকার তা প্রত্যাখ্যান করেছে। বেইজিং সামরিক উপস্থিতি বাড়িয়ে রাজনৈতিক চাপ বৃদ্ধি করছে। হেগসেথ অভিযোগ করেন, বেইজিং ইন্দো-প্যাসিফিক অঞ্চলের ক্ষমতার ভারসাম্য নষ্ট করার জন্য সামরিক শক্তি প্রয়োগের প্রস্তুতি নিচ্ছে।