জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বক্তব্য দেওয়ার সময় ভুলে ইসরায়েল সন্ত্রাস ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন অ্যামেরিকার রাষ্ট্রদূত ডরোথি শেই।
আল জাজিরা অনলাইন শনিবার এ ঘটনার একটি সংক্ষিপ্ত ভিডিও প্রকাশ করে।
ভিডিওতে ইরানের সমালোচনা করতে দেখা যায় ডরোথিকে। তাকে বলতে শোনা যায়, ‘ইসরায়েল সরকার এ অঞ্চলজুড়ে নৈরাজ্য, সন্ত্রাস এবং দুর্ভোগও ছড়িয়েছে।’
এ বক্তব্যের পর তাৎক্ষণিকভাবে ভুল শুধরে জাতিসংঘে অ্যামেরিকার রাষ্ট্রদূত বলেন, ‘ইরান সরকার এ অঞ্চলজুড়ে নৈরাজ্য, সন্ত্রাস এবং দুর্ভোগও ছড়িয়েছে।’
ওই সময় ইরানের সমালোচনা করে রাষ্ট্রদূত আরও বলেন, ‘আমাদের এটা ভুলে গেলে চলবে না যে, ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলে প্রাণঘাতী হামলাকে সক্ষম করার পাশাপাশি এর আদর্শিক, বস্তুগত নেপথ্যের শক্তি ছিল ইরান সরকার এবং এটি শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে গত বছর দুইবার ইসরায়েলে হামলা চালিয়েছে।’
ইরানে গত ১৩ জুন ইসরায়েলের হামলার পর দুই পক্ষের পাল্টাপাল্টি আক্রমণের মধ্যে এসব বক্তব্য দেন রাষ্ট্রদূত ডরোথি।
সর্বশেষ সংঘাতে যুক্ত হতে অ্যামেরিকার প্রতি আহ্বান জানিয়েছে ইসরায়েল, তবে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এখনও এ বিষয়ে কোনো সিদ্ধান্ত জানাননি।
তার প্রশাসনের পক্ষ থেকে বৃহস্পতিবার জানানো হয়, দুই সপ্তাহের মধ্যে ইরানে হামলার বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রেসিডেন্ট ট্রাম্প।