ম্যানহাটনে ডাকাতির চেষ্টাকালে বর্ডার পেট্রল এজেন্টের মুখে গুলি

টিবিএন ডেস্ক

প্রকাশিত: জুলাই ২০ ২০২৫, ২৩:৫১

সিবিপির ভুক্তভোগী কর্মকর্তা জর্জ ওয়াশিংটন ব্রিজের নিচের ওই পার্কে মধ্যরাতে দায়িত্বের বাইরে ছিলেন।  ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা। ছবি: আইউইটনেস নিউজ

সিবিপির ভুক্তভোগী কর্মকর্তা জর্জ ওয়াশিংটন ব্রিজের নিচের ওই পার্কে মধ্যরাতে দায়িত্বের বাইরে ছিলেন। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা। ছবি: আইউইটনেস নিউজ

  • 0

ডিএইচএস প্রকাশিত নজরদারি ভিডিওতে দেখা যায়, মপেডে থাকা দুই ব্যক্তি সিবিপি কর্মকর্তা ও তার বান্ধবীর দিকে এগোতে থাকেন। দুই ব্যক্তির একজন বন্দুক বের করে ডাকাতির চেষ্টা করেন।

নিউ ইয়র্ক সিটির ম্যানহাটন বোরোর ওয়াশিংটন হাইটসের একটি পার্ক এলাকায় শনিবার রাতে বন্দুকধারীর ডাকাতির বিফল চেষ্টাকালে গুলিবিদ্ধ হয়েছেন এক কাস্টমস অ্যান্ড বর্ডার প্রটেকশন-সিবিপি কর্মকর্তা।

পুলিশ সূত্রগুলোর বরাতে সোমবার এ তথ্য জানিয়েছে আইউইটনেস নিউজ।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে জানানো হয়, জর্জ ওয়াশিংটন ব্রিজের নিচের এলাকায় গোলাগুলির ঘটনায় ২১ বছর বয়সী মিগুয়েল মোরাকে হেফাজতে নেওয়া হয়েছে। এ তরুণ অবৈধভাবে অ্যামেরিকায় এসেছেন এবং তার কয়েক মাস আগেও অপরাধের রেকর্ড ছিল বলে জানিয়েছে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি-ডিএইচএস।

সিবিপি কর্মকর্তার পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তার মুখে গুলি করা হয়। তিনি হাতের ইশারায় কথা বলছেন বলে জানান কর্মকর্তারা।

সিবিপির এ কর্মকর্তা হারলেম হসপিটালে ভর্তি রয়েছেন, যেখানে আরোগ্য প্রক্রিয়ায় আছেন তিনি।

সিবিপির শীর্ষস্থানীয় কর্মকর্তাসহ নিউ ইয়র্ক সিটি মেয়র ও পুলিশ কমিশনার এরই মধ্যে ভুক্তভোগীর সঙ্গে দেখা করেছেন।

এ তিন কর্মকর্তা সংবাদ সম্মেলনে জানিয়েছেন, রিভারসাইড পার্ক এলাকায় ডাকাতির চেষ্টা শেষ নাগাদ গোলাগুলিতে গড়ায়। সেখানকার সন্দেহভাজনদের একজনকে খুঁজছিল ফেডারেল ও দুটি স্টেইটের স্থানীয় কর্তৃপক্ষ।

সিবিপির ফিল্ড অপারেশন্স পরিচালক ফ্র্যাঙ্ক রুশো বলেন, ‘আমাদের কর্মকর্তা নায়ক। এ ধরনের পরিস্থিতিতে আমাদের কর্মকর্তাদের যা করতে বলি, তিনি ঠিক সেটাই করেছেন।’

নিউ ইয়র্ক সিটিভিত্তিক সিবিপির ভুক্তভোগী কর্মকর্তা জর্জ ওয়াশিংটন ব্রিজের নিচের ওই পার্কে মধ্যরাতে দায়িত্বের বাইরে ছিলেন। তার পাশে ছিলেন একজন নারী সঙ্গী।

ডিএইচএস প্রকাশিত নজরদারি ভিডিওতে দেখা যায়, মপেডে থাকা দুই ব্যক্তি সিবিপি কর্মকর্তা ও তার বান্ধবীর দিকে এগোতে থাকেন। দুই ব্যক্তির একজন বন্দুক বের করে ডাকাতির চেষ্টা করেন।

পুলিশ জানায়, ডাকাতির চেষ্টাকালে সিবিপি কর্মকর্তা তার অস্ত্র বের করেন। ওই সময় কর্মকর্তার মুখে ও বাহুতে গুলি করেন সন্দেহভাজন।

নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট-এনওয়াইপিডি কমিশনার জেসিকা টিশ জানান, কর্মকর্তাকে তার চাকরিজনিত কারণে লক্ষ্যবস্তুত বানানো হয়েছে, এমন কোনো আলামত পাননি তারা।

তিনি আরও জানান, গুলিবিদ্ধ কর্মকর্তা পাল্টা গুলি ছোড়েন বন্দুকধারীর পায়ে।

ঘটনার পরের দিন রবিবার বিকেলে মোরাকে খুঁজে বের করে হেফাজতে নেয় এনওয়াইপিডি।

মোরার সঙ্গে মপেডে থাকা অপর ব্যক্তিকে খুঁজছে পুলিশ।