অ্যামেরিকায় বসবাসরত আফগানিদের মানবিক সহায়তার একটি ধরন বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন।
এ সিদ্ধান্তের প্রভাব আফগানিস্তান থেকে অ্যামেরিকায় আসা ১১ হাজার ৭০০ মানুষের ওপর পড়বে বলে জানিয়েছে সিএনএন।
ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি সোমবার জানায়, আফগানিস্তানের জন্য সাময়িক সুরক্ষার মর্যাদা তথা টেম্পোরারি প্রটেকটেড স্ট্যাটাস (টিপিএস) বাতিল করা হচ্ছে।
সশস্ত্র সংঘাত বা প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত মাতৃভূমিতে ফিরলে মারাত্মক দুর্ভোগে পড়ার ঝুঁকিতে থাকা লোকজন অ্যামেরিকায় টিপিএস পাওয়ার জন্য বিবেচিত হন।
ফেডারেল রেজিস্টারে প্রকাশিত এক নোটিশ অনুযায়ী, আফগানিদের জন্য টিপিএস বন্ধের কারণ হিসেবে দেশটির সার্বিক পরিস্থিতির ‘উল্লেখযোগ্য উন্নতি’কে তুলে ধরেছেন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম।
এক বিবৃতিতে নোয়েম বলেন, প্রশাসন টিপিএসকে এর আসল সাময়িক উদ্দেশ্যের দিকে ফিরিয়ে নিচ্ছে। আন্তসংস্থা সহযোগীদের সঙ্গে আফগানিস্তানের পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে। এতে দেখা গেছে, টিপিএস স্বীকৃতি পাওয়ার যেসব শর্ত আছে, সেগুলো আফগানিদের ক্ষেত্রে প্রযোজ্য নয়।
তিনি আরও বলেন, আফগানিস্তানে নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হয়েছে এবং দেশটিতে অর্থনৈতিক স্থিতিশীলতা এসেছে। এর ফলে নিজ দেশে ফেরত যেতে সমস্যা নেই অ্যামেরিকায় অবস্থানরত আফগানিস্তানের নাগরিকদের।