রাশিয়ার পারমাণবিক সক্ষমতা নিয়ে দেশটির সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের মন্তব্যকে ‘ব্যাপক উসকানিমূলক বিবৃতি’ আখ্যা দিয়ে শুক্রবার দুটি পারমাণবিক সাবমেরিন মোতায়েনের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প এ ঘোষণা দেন।
তিনি জানান, রাশিয়ান ফেডারেশনের নিরাপত্তা পরিষদের বর্তমান ডেপুটি চেয়ারম্যান ও সাবেক সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ ব্যাপক উসকানিমূলক বিবৃতি দিয়েছেন। এর ওপর ভিত্তি করে তিনি উপযুক্ত অঞ্চলগুলোতে দুটি পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিয়েছেন।
ট্রাম্প আরও বলেন, ‘শব্দ খুবই গুরুত্বপূর্ণ এবং প্রায়ই তা অনিচ্ছাকৃত পরিণতির দিকে নিয়ে যেতে পারে। আমি আশা করব, এটি (মেদভেদেভের মন্তব্য) তেমন ধরনের ঘটনা হবে না। এ বিষয়ে আপনার মনোযোগের জন্য ধন্যবাদ!’
এনবিসি নিউজ জানায়, ট্রাম্প ও মেদভেদেভের পারস্পরিক হুমকিমূলক বিবৃতির জেরে চলতি সপ্তাহে অ্যামেরিকা ও রাশিয়ার মধ্যে উত্তেজনা বেড়েছে।
ট্রাম্প শুক্রবার দেওয়া আরেক পোস্টে যুদ্ধে রাশিয়া ও ইউক্রেনে নিহতের সংখ্যা নিয়ে কথা বলেন।
তার ভাষ্য, এ ধরনের যুদ্ধ কখনোই হওয়া উচিত ছিল না। এটি জো বাইডেনের যুদ্ধ, ট্রাম্পের নয়। তিনি চাইছেন যুদ্ধ বন্ধ করতে।