
স্টুডেন্ট ভিসায় কি পরিবারকে অ্যামেরিকায় নেওয়া যায়? জানুন ভিসা নিয়ম

টিবিএন ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৮ ২০২৫, ৮:০০ হালনাগাদ: ডিসেম্বর ৮ ২০২৫, ১১:১৬

অনেক শিক্ষার্থীই চার বছর পর্যন্ত চলা কোর্সের সময় পরিবারকে সঙ্গে রাখতে চান। গ্রাফিক্স: টিবিএন
- 0
পরিবারকে অ্যামেরিকায় আনতে চাইলে আপনাকে অবশ্যই আগে আপনার ডেজিগনেটেড স্কুল অফিসিয়াল (ডিএসও)–কে জানাতে হবে।
আন্তর্জাতিক শিক্ষার্থীদের সবচেয়ে পছন্দের দেশ হিসেবে প্রথমেই আছে অ্যামেরিকা। অনেক শিক্ষার্থীই চার বছর পর্যন্ত চলা কোর্সের সময় পরিবারকে সঙ্গে রাখতে চান।
তবে সত্যিই কি শিক্ষার্থীরা তাদের পরিবারকে অ্যামেরিকায় নিতে পারেন?
উত্তরটি হচ্ছে হ্যাঁ, পারেন। তবে এজন্য শিক্ষার্থীদের কিছু শর্ত মানতে হয়। এছাড়া অ্যামেরিকার ভিসা আইনে নির্দিষ্ট সীমাবদ্ধতাও আছে।
যদি আপনার শিক্ষার্থী হিসেবে এফ-১ ভিসা থাকে তবে, আপনার স্ত্রী/স্বামী এবং ২১ বছরের নিচের অবিবাহত কন্যা বা পুত্র অ্যামেরিকায় আসতে পারেন।
তবে এর জন্য তাদেরকে কনস্যুলার বা ইমিগ্রেশন অফিসারদের কাছে প্রমাণ জমা দিতে হবে। অর্থাৎ, আপনার স্ত্রী/স্বামী হলে বৈবাহিক সনদ এবং যদি সন্তান হয় তাহলে জন্ম সনদ) দেখাতে হবে। যেন তারা আপনার বৈধ নির্ভরশীল হিসেবে প্রমাণিত হয়।
শিক্ষার্থীদের যেখানে এফ-১ ভিসার জন্য আবেদন করতে হয়, সেখানে তার স্ত্রী/স্বামী এবং ২১ বছরের নিচের অবিবাহিত সন্তানরা (যারা শিক্ষার্থীর সঙ্গে অ্যামেরিকায় যাবে) এফ-২ ভিসা স্ট্যাটাস নিয়ে দেশে প্রবেশের যোগ্য হিসেবে বিবেচিত হবেন।
শিক্ষার্থীর ওপর নির্ভরশীল পরিবারকে অ্যামেরিকায় আনতে চাইলে আপনাকে অবশ্যই আগে আপনার ডেজিগনেটেড স্কুল অফিসিয়াল (ডিএসও)–কে জানাতে হবে যে আপনি পরিবারকে সঙ্গে আনতে চান। তারপর তারা প্রত্যেক নির্ভরশীল সদস্যের জন্য আলাদা ফর্ম আই-২০ ইস্যু করবে।
এছাড়া এফ-২ ভিসার যোগ্যতা প্রমাণের জন্য অতিরিক্ত আর্থিক সক্ষমতার প্রমাণ দেখাতে হয়। এক্ষেত্রে স্বামী/স্ত্রীর জন্য কমপক্ষে ১৪,২৫৩ ডলার এবং প্রতিটি সন্তানের জন্য কমপক্ষে ৭,১২৭ ডলার দেখাতে হবে।
এফ-২ ভিসার সীমাবদ্ধতা
এফ-২ ভিসাধারীরা কি অ্যামেরিকায় কাজ করতে পারেন?
না। এফ-২ ভিসাধারীরা প্রাথমিক, মধ্য এবং উচ্চ বিদ্যালয়ে পূর্ণকালীন পড়াশোনা করতে পারেন তবে তাদের অ্যামেরিকায় কাজ করার অনুমতি নেই।
যদিও পরবর্তীতে এফ-২ ভিসাধারীরা এফ-১ ভিসায় পরিবর্তন করতে পারেন।
এফ-২ ভিসাধারীদের প্রধান সীমাবদ্ধতা হলো আর্থিক স্বনির্ভরতা অর্জন। এফ-১ শিক্ষার্থীদের অবশ্যই প্রমাণ দেখাতে হয় যে তাদের কাছে যথেষ্ট তহবিল আছে যাতে তারা শুধু নিজের খরচ নয়, বরং স্ত্রী/স্বামী ও অবিবাহিত সন্তানদের খরচও বহন করতে পারে। এ কারণে তাদের ব্যাংকে উচ্চ তহবিলের প্রমাণ দেখাতে হয়।
এফ-২ নির্ভরশীলরা কোনো পূর্ণকালীন চাকরি করতে পারেন না। এই সীমিত স্বাধীনতা পরিবারে আয় ও ভবিষ্যৎ পরিকল্পনায় প্রভাব ফেলে। স্বাস্থ্য বীমা এবং শিশু পরিচর্যার খরচও অত্যন্ত বেশি, এবং বিশ্ববিদ্যালয় সাধারণত নির্ভরশীলদের জন্য কোনো সাবসিডি দেয় না। এছাড়া, এফ-১ শিক্ষার্থীর কোনো নিয়মভঙ্গ বা অসদাচরণ সামনে আসে তবে এফ-২ ভিসাধারীর বৈধতা নিয়েও ঝুঁকি তৈরি হয়।
এফ-২ নির্ভরশীলরা তাদের বৈধ ইমিগ্রেশন স্ট্যাটাস বজায় রাখতে পারেন যতক্ষণ মূল এফ-১ শিক্ষার্থী তাদের স্ট্যাটাস ধরে রাখেন। এতে শিক্ষার্থীর পড়াশোনা শেষ হওয়ার পর অনুমোদিত অপশনাল প্র্যাক্টিক্যাল ট্রেইনিং (ওপিটি) সময়কালও অন্তর্ভুক্ত।
এফ-২ নির্ভরশীলদের সাধারণত এফ-১ শিক্ষার্থীর স্ট্যাটাসের মেয়াদ অনুযায়ী একই সঙ্গে অনুমোদন দেয়া হয়।