চার রাশিয়ানের ওপর অ্যামেরিকার নিষেধাজ্ঞা

টিবিএন ডেস্ক

আগস্ট ১৭ ২০২৩, ১৬:২৩

আলেক্সি নাভালনি। ফাইল ছবি

আলেক্সি নাভালনি। ফাইল ছবি

  • 0

রাশিয়ার বিরোধী নেতা আলেক্সি নাভালনিকে বিষ প্রয়োগে হত্যাচেষ্টার অভিযোগে চার রাশিয়ান নাগরিককে নিষেধাজ্ঞা দিয়েছে অ্যামেরিকা।

ইউএস ট্রেজারি ডিপার্টমেন্ট বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছে, নিষেধাজ্ঞা পাওয়া চার ব্যক্তি রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিসের (এফএসবি) সঙ্গে যুক্ত।

ইউএস স্টেইট ডিপার্টমেন্ট তাদের ওপর ভিসা সংক্রান্ত বিধিনিষেধও ঘোষণা করবে।

ট্রেজারির সন্ত্রাস ও আর্থিক গোয়েন্দা বিষয়ক আন্ডার সেক্রেটারি ব্রায়ান নেলসন এক বিবৃতিতে বলেন, ‘আজ আমরা ভ্লাদিমির পুতিন এবং তার সরকারকে মনে করিয়ে দিতে চাই, শুধু ইউক্রেইনে নৃশংস যুদ্ধ চালানোর জন্য নয়, রাশিয়ার জনগণের মানবাধিকার লঙ্ঘনের জন্যও পরিণতি রয়েছে।’

নেলসন বলেন, ২০২০ সালে নাভালনি হত্যাচেষ্টা মানবাধিকারের প্রতি ক্রেমলিনের অবমাননা।

নাভালনি ২০১০-এর দশকে কয়েক হাজার মানুষকে নিয়ে আন্দোলনে নেমেছিলেন। জার্মানি থেকে মস্কোতে ফেরার পর ২০২১ সালের জানুয়ারিতে তাকে গ্রেফতার করা হয়।

নাভালনিকে সেন্ট্রাল ইন্টেলিযেন্স এযেন্সির (সিআইএ) সঙ্গে যুক্ত থাকায় অভিযুক্ত করেছে রাশিয়া। সেই সঙ্গে তাকে বিষ প্রয়োগ ও নিপীড়নের বিষয়টিও অস্বীকার করে।