নিউ ইয়র্ক সিটিতে বিক্ষোভ সামলাতে ন্যাশনাল গার্ড চান না কমিশনার জেসিকা

টিবিএন ডেস্ক

প্রকাশিত: জুন ১১ ২০২৫, ২২:১৬

আইসের ধরপাকড়ের বিরুদ্ধে মঙ্গলবার ম্যানহাটনের ফোলি স্কয়ারে জড়ো হন কয়েক হাজার বিক্ষোভকারী। ছবি: গার্ডিনার অ্যান্ডারসন/এনওয়াই ডেইলি নিউজ

আইসের ধরপাকড়ের বিরুদ্ধে মঙ্গলবার ম্যানহাটনের ফোলি স্কয়ারে জড়ো হন কয়েক হাজার বিক্ষোভকারী। ছবি: গার্ডিনার অ্যান্ডারসন/এনওয়াই ডেইলি নিউজ

  • 0

ফক্স ফাইভের ‘গুড ডে নিউ ইয়র্ক’কে বুধবার সকালে টিশ বলেন, ‘আমরা নিশ্চিতভাবেই এটা সামলে নিয়েছি।’

ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট-আইসের ধরপাকড়ের বিরুদ্ধে লোয়ার ম্যানহাটনের বিক্ষোভ থেকে ৮৬ জনকে গ্রেপ্তারের পর নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট-এনওয়াইপিডি কমিশনার জেসিকা টিশ জানিয়েছেন, এ ধরনের পরিস্থিতি সামলাতে ন্যাশনাল গার্ডের দরকার নেই তার।

ফক্স ফাইভের ‘গুড ডে নিউ ইয়র্ক’কে বুধবার সকালে টিশ বলেন, ‘আমরা নিশ্চিতভাবেই এটা সামলে নিয়েছি।’

তিনি জানান, এ সপ্তাহান্ত কাটিয়েছেন পুলিশের ফেডারেল সহযোগীদের সঙ্গে যোগাযোগ করে। তাদের খুব পরিষ্কার বার্তা দিয়ে জানিয়েছেন, পরিস্থিতি সামলে নেবে এনওয়াইপিডি।

জেসিকা বলেন, ‘আমাদের পরিকল্পনা রয়েছে এবং পরিস্থিতি গুরুতর হলে সহযোগিতার জন্য আমরা গোটা শহর থেকে পুলিশ আনতে পারব।’

তিনি বলেন, ‘আমাদের ৩৪ হাজার কর্মকর্তার বাহিনী আছে। আমাদের সামনে আসা যেকোনো কিছুর জন্য আমরা প্রস্তুত।’

জেসিকা এমন সময়ে এনওয়াইপিডির পরিকল্পনার কথা জানালেন, যখন লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন ব্যাস ও ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমের ইচ্ছার বিরুদ্ধে বিক্ষোভ নিয়ন্ত্রণে ন্যাশনাল গার্ড ও মেরিন সেনা মোতায়েন করেছে ট্রাম্প প্রশাসন। ফেডারেল সরকারের এমন পদক্ষেপের বিরুদ্ধে মামলা করেছে ক্যালিফোর্নিয়া।

নিউ ইয়র্ক সিটিতে একই ধরনের পরিস্থিতি চান না বলে জানান জেসিকা টিশ।