এপস্টিন বিতর্ক
ট্রাম্পের সঙ্গে মতবিরোধ, কংগ্রেস ছাড়ছেন মারজরি টেলর

টিবিএন ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২২ ২০২৫, ১১:০৮ হালনাগাদ: ডিসেম্বর ৪ ২০২৫, ১৫:৪৪

প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে প্রচারণায় মারজরি টেলর গ্রিন। ছবি: ফ্রান্স২৪

প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে প্রচারণায় মারজরি টেলর গ্রিন। ছবি: ফ্রান্স২৪

  • 0

'১৪ বছর বয়সে ধর্ষিত, পাচার হওয়া এবং ধনী ক্ষমতাধর পুরুষদের হাতে ব্যবহৃত অ্যামেরিকান নারীদের পক্ষে দাঁড়ানোর ফলে আমাকে বিশ্বাসঘাতক বলা হয়েছে’- ডানপন্থি নেতা মারজরি টেলর গ্রিন

অ্যামেরিকার কংগ্রেসের প্রভাবশালী ডানপন্থি নেতা মারজরি টেলর গ্রিন শুক্রবার কংগ্রেসের পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তার সমর্থন প্রত্যাহার করার এক সপ্তাহের মধ্যে এ ঘোষণা দিলেন এই নেতা।

২০২০ সালে জর্জিয়ার প্রতিনিধি হিসেবে নির্বাচিত ৫১ বছর বয়সী এই রিপাবলিকান কংগ্রেসওম্যান একটি ভিডিওতে বলেন, ‘ওয়াশিংটন ডিসিতে আমি সবসময় অবজ্ঞার শিকার হয়েছি এবং আমি কখনও মানিয়ে নিতে পারিনি।’

গ্রিন আরও বলেছে, তিনি চান না তার সমর্থকরা এবং পরিবার যে প্রেসিডেন্টের জন্য সবাই লড়েছেন সে প্রেসিডেন্ট তার বিরুদ্ধে ঘৃণাপূর্ণ প্রাইমারির মুখোমুখি হন।

তিনি উল্লেখ করেন, রিপাবলিকানরা সম্ভবত মধ্যমেয়াদী নির্বাচনে হারবে।

তিনি বলেন, ‘আমি অফিস থেকে পদত্যাগ করছি, আমার শেষ কর্মদিবস হবে ৫ জানুয়ারি, ২০২৬।’

গ্রিন আগে ট্রাম্পের মেক অ্যামেরিকা গ্রেট অ্যাগেইন (মাগা ) আন্দোলনের একজন প্রধান নেতা ছিলেন। তবে ৭ নভেম্বর প্রেসিডেন্ট ঘোষণা করেন যে তিনি মারজরিকে আর কোনও সমর্থন দিচ্ছেন না।

ট্রুথ সোশ্যালে একাধিক পোস্ট দিয়ে গ্রিনকে রিপাবলিকান পার্টির "বিশ্বাসঘাতক" হিসেবেও আক্রমণ করেন ট্রাম্প।

এরপরেই গ্রিন জানিয়েছেন, তিনি হুমকির মুখোমুখি হচ্ছেন।

এই মাসের মধ্যমেয়াদী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়ের পর গ্রিনের এই সিদ্ধান্ত মাগা শিবিরে বিভাজনের একটি স্পষ্ট চিহ্ন। মাগা আন্দোলনের মধ্যে আরও বিভাজন দেখা দিয়েছে ট্রাম্পের জেফ্রি এপস্টিনের মামলায় অবস্থান পরিবর্তনের কারণে।

গ্রিন বলেছেন, '১৪ বছর বয়সে ধর্ষিত, পাচার হওয়া এবং ধনী ক্ষমতাধর পুরুষদের হাতে ব্যবহৃত অ্যামেরিকান নারীদের পক্ষে দাঁড়ানোর ফলে আমাকে বিশ্বাসঘাতক বলা হয়েছে।’

তিনি আরও বলেন, যার জন্য আমি লড়াই করেছি সেই প্রেসিডেন্টের আমাকে হুমকি দেওয়া উচিত নয়।’