অন্তর্বর্তী সরকারকে তিন দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিলেন অস্ট্রেলিয়ার আইনপ্রণেতা

টিবিএন ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১০ ২০২৫, ১৬:১৯ হালনাগাদ: অক্টোবর ১৭ ২০২৫, ১৮:১০

নিউ সাউথ ওয়েলস পার্লামেন্টে বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার পতনের প্রথম বার্ষিকী ৫ আগস্টে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন সিনেটর ডেভিড শোবারিজ। ছবি: মাহমুদুল হাসান

নিউ সাউথ ওয়েলস পার্লামেন্টে বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার পতনের প্রথম বার্ষিকী ৫ আগস্টে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন সিনেটর ডেভিড শোবারিজ। ছবি: মাহমুদুল হাসান

  • 0

অনুষ্ঠানে বাংলাদেশে ছাত্র-জনতার অভ্যুত্থানকে ‘মনসুন রেভ্যুলুশন’ তথা বর্ষা বিপ্লব আখ্যা দেন এবিগেইল বয়েড।

ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় আসা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে তিনটি দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ার একটি রাজ্যের আইনপ্রণেতা এবিগেইল বয়েড।

দেশটির ঐতিহ্যবাহী নিউ সাউথ ওয়েলস পার্লামেন্টে বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার পতনের প্রথম বার্ষিকী ৫ আগস্টে আয়োজিত অনুষ্ঠানে তিনি বিষয়টি স্মরণ করান।

পার্লামেন্টের লেজিসলেটিভ কাউন্সিল চেম্বারে আয়োজিত এ অনুষ্ঠানে ফেডারেল পার্লামেন্টের সিনেটর ডেভিড শোবারিজের পাশাপাশি বাংলাদেশি কমিউনিটির অনেকে অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সিনেটর ডেভিড শোবারিজ।

শেখ হাসিনার পতনে সব রাজনৈতিক দলের অবদানের প্রশংসা করেন তিনি।

জুলাই অভ্যুত্থানকে ‘বর্ষা বিপ্লব’ আখ্যা

বাংলাদেশের মানবাধিকার, গণতন্ত্র ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে সবচেয়ে বেশি সোচ্চার ছিলেন অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস পার্লামেন্টের সিনেটর এবিগেইল বয়েড।

তার নেতৃত্বে অনুষ্ঠানে জুলাইয়ের শহীদদের সম্মানে এক মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশে ছাত্র-জনতার অভ্যুত্থানকে ‘মনসুন রেভ্যুলুশন’ তথা বর্ষা বিপ্লব আখ্যা দেন এবিগেইল বয়েড।

এ অনুষ্ঠানের কয়েক ঘণ্টা পর নিউ সাউথ ওয়েলস পার্লামেন্ট অধিবেশনে লিখিত বক্তব্য তুলে ধরেন তিনি।

ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে শেখ হাসিনার নেতৃত্বাধীন স্বৈরাচারী সরকার পতনের প্রথম বার্ষিকী উপলক্ষে এমন পদক্ষেপ নেয় নিউ সাউথ ওয়েলস সরকার।

পার্লামেন্টে এবিগেইল বয়েড বলেন, ‘বাংলাদেশসহ বিশ্ববাসী মনে করে ১৯৭১ সালে পাকিস্তান থেকে স্বাধীনতা লাভের পর জুলাই বিপ্লব বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা।’

আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি দেন এবিগেইল বয়েড।

তিনি বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তিনটি মূল দায়িত্ব হলো সংস্কার, ন্যায়বিচার ও জাতীয় নির্বাচন আয়োজন। ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকার ২৮ দফার জুলাই ঘোষণাপত্র প্রকাশ করেছে, যেখানে তিনি শিক্ষার্থীদের অবদানের সাংবিধানিক স্বীকৃতি দিয়েছেন।

তার মতে, ২০২৪ সালের জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শাস্তির প্রত্যয়ের কথা জানিয়েছে বাংলাদেশ সরকার। এটি ভালো দিক।

‘৩৬ জুলাই: বাংলাদেশের গণতন্ত্রের জন্য সংগ্রাম’ শীর্ষক অনুষ্ঠানে মিলিত হয়েছিলেন অস্ট্রেলিয়ার রাজনীতিক, বাংলাদেশি অভিবাসী কমিউনিটি, শিক্ষার্থী নেতা ও অধিকারকর্মীরা।

অনুষ্ঠানে বাংলাদেশে ২০২৪ সালের জুলাই-আগস্টের রক্তঝরা দিনগুলোর স্মৃতি তুলে ধরা হয়। শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনব্যবস্থা ও মাফিয়াতন্ত্রের বিরুদ্ধে ছাত্র-জনতা যেভাবে প্রতিরোধ গড়ে তুলেছিল, তা উঠে আসে অতিথিদের কথায়।

এবিগেইল বয়েড বলেন, বর্ষা বিপ্লব বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে গুরুত্বপূর্ণ এক মাইলফলক। এ আন্দোলন যুব সমাজের রাজনৈতিক সচেতনতা ও তাদের অধিকার আদায়ের সংগ্রামের প্রমাণ। এটি শুধু আন্দোলন নয়; একটি নতুন ধারার সূচনা। এতে সাধারণ মানুষ নিজেদের কণ্ঠস্বর তুলে ধরতে সক্ষম হয়েছে।

মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির শিক্ষক, গবেষক ও অ্যাকটিভিস্ট ড. মুবাশ্বের হাসান, অস্ট্রেলিয়ায় বাংলাদেশি কমিউনিটির জনপ্রিয় নেতা ও বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মোহাম্মদ রাশেদুল হক।

অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশি অ্যাকটিভিস্ট নির্বাচিতা পাল ও বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের নৃগোষ্ঠীগুলোর একাংশের নেতা কবিতা চাকমা।

বিএনপির অস্ট্রেলিয়া সাখার সভাপতি এম তাওহিদুল ইসলাম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।