নিউইয়র্কে একটি ডিপার্টমেন্টাল স্টোরের রেস্টরুমে শিশুর কাপড় পরিবর্তন করার সময় এক নারীকে ছুরিকাঘাত করেছেন সন্দেহভাজন।
সন্দেহভাজন ওই নারীর নাম কেরি আহার্ন , যিনি ম্যাসাচুসেটসের টিউকসবুরির বাসিন্দা।
৪৩ বছর বয়সী এ নারীর বিরুদ্ধে বিনা কারণে ছুরিকাঘাতে হত্যাচেষ্টার অভিযোগ দায়ের করা হয়েছে। তাকে আগামী শুক্রবার আদালতে পাঠানো হবে।
আইউইটনেস নিউজ জানায়,বৃহস্পতিবার বিকেল ৩টার আগে জনপ্রিয় ডিপার্টমেন্টাল স্টোর মেসি’স হেরাল্ড স্কয়ারে এ ঘটনা ঘটে।
সংবাধ্যমটির খবরে উল্লেখ করা হয়, ঘটনার দিন ভুক্তভোগী নারী (৩৮) তার পরিবারের সঙ্গে বেড়ানোর উদ্দেশে ক্যালিফোর্নিয়া থেকে নিউ ইয়র্ক আসেন। শিশুর কাপড় পরিবর্তন করতে তিনি স্টোরের সপ্তম তলার একটি রেস্ট্রুমে যান। এমন সময় পেছন থেকে অপর এক নারী হঠাৎ ছুরিকাঘাত করেন।
পরে ভুক্তভোগীর স্বামী এসে হামলাকারীর ছুরি কেড়ে নেন ও পুলিশে প্রেরণ করেন। ছুরিকাঘাতে আহত নারীকে সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসার পর হাসপাতাল কর্তৃপক্ষ জানায় তিনি এখন শঙ্কামুক্ত। ঘটনাস্থলে থাকা শিশুটি আহত হয়নি বলে জানিয়েছে সংবাদমাধ্যম।
হামলার ঘটনায় ডিপার্টমেন্টাল স্টোর মেসির মুখপাত্র এক বিবৃতিতে দুঃখ প্রকাশ করেছেন।
ওই বিবৃতিতে বলা হয়, 'আমরা এ ঘটনায় শোকাহত। ক্রেতা ও কর্মীদের নিরাপত্তাই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিষয়টি স্থানীয় কর্তৃপক্ষ দেখবে।’