আগামী নির্বাচনকে সামনে রেখে নেতৃত্ব সংকটে রয়েছেন ডেমোক্র্যাটিক পার্টির সমর্থকরা, যেখানে রিপাবলিকান পার্টির সমর্থকরা আস্থা রেখেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ওপর।
সম্প্রতি পলিটিকোর জরিপে সর্বোচ্চ ২১ শতাংশ ডেমোক্র্যাট জানিয়েছেন, ২০২৮ সালের নির্বাচনে দলকে নেতৃত্ব দেবেন কে, তা জানেন না তারা। কমলা হ্যারিসকে অনেকে বিকল্প নেতৃত্ব মনে করলেও তার গ্রহণযোগ্যতা রয়েছে মাত্র ১৬ শতাংশ ভোটারের কাছে।
অন্যদিকে ৮১ শতাংশ রিপাবলিকানই মনে করছেন, তাদের পথ দেখাবেন প্রেসিডেন্ট ট্রাম্প।
নিউ ইয়র্ক সিটি, ভার্জিনিয়া, নিউ জার্সি ও ক্যালিফোর্নিয়ায় একই দিনে চারটি জয় ঝিমিয়ে পড়া ডেমোক্র্যাট শিবিরে সঞ্চার করেছে গতি। জয়ের এ ধারা মধ্যবর্তী নির্বাচনেও অব্যাহত থাকলে আবারও ঘুরে দাঁড়াতে পারবেন ডেমোক্র্যাটরা, কিন্তু দলের হাল ধরবেন কে, তা নিয়ে হতাশ বেশির ভাগ ডেমোক্র্যাট।
সাম্প্রতিক নির্বাচনগুলোর পর ডেমোক্র্যাট সমর্থকদের মধ্যে জরিপ পরিচালনা করে রাজনীতিবিষয়ক জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম পলিটিকো।
২০২৪ সালের নির্বাচনে কমলা হ্যারিসকে ভোট দেওয়া ডেমোক্র্যাটদের মধ্যে পরিচালিত জরিপে প্রশ্ন ছিল একটিই: ‘পার্টির ভবিষ্যৎ নেতা মনে করছেন কাকে?’
বিস্ময়করভাবে সর্বাধিক ২১ শতাংশ ভোটার উত্তর দিয়েছেন, ‘জানি না।’ বিপরীতে ১৬.১ শতাংশ সমর্থন পেয়ে দ্বিতীয় স্থানে আছেন কমলা হ্যারিস।
সাড়ে ১০ শতাংশ ভোটার কাউকেই তাদের নেতা মনে করেননি।
বর্তমানে সিনেটে নেতৃত্ব দেওয়া চাক শুমারকে সাত দশমিক সাত শতাংশ এবং হাউস লিডার হাকিম জেফ্রিজকে সমর্থন করেন সাত দশমিক ৪ শতাংশ অংশগ্রহণকারী।
ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমকে সমর্থন করেন ৬.২ শতাংশ ভোটার।
বর্ষীয়ান ও বর্ষীয়সী রাজনীতিকদের মধ্যে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাকে সাত দশমিক চার শতাংশ, জো বাইডেনকে চার দশমিক চার শতাংশ এবং হিলারি ক্লিনটনকে সমর্থন করেন এক দশমিক দুই শতাংশ ভোটার।
মজার বিষয় হলো নিউ ইয়র্ক সিটি মেয়র পদে জয়ী জোরান মামদানিকে শূন্য দশমিক তিন শতাংশ এবং রিপাবলিকান প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে নেতা মনে করেন শূন্য দশমিক আট শতাংশ ডেমোক্র্যাট।
ট্রাম্পে আস্থা রিপাবলিকানদের
রিপাবলিকান ভোটারদের একচেটিয়া সমর্থন রয়েছে ডনাল্ড ট্রাম্পের প্রতি।
ডেমোক্র্যাটদের মধ্যে যেখানে ‘জানি না’ ছিল সর্বোচ্চ উত্তর, সেখানে মাত্র পাঁচ দশমিক সাত শতাংশ রিপাবলিকান বলেছেন, তারা ‘জানেন না’।
রিপাবলিকান পার্টির অন্যদের মধ্যে স্পিকার মাইক জনসন দুই দশমিক ৯ শতাংশ এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স দুই শতাংশ অংশগ্রহণকারীর সমর্থন পান।