টাফটস ইউনিভার্সিটির ফিলিস্তিনপন্থি ছাত্রীকে মুক্তি দিতে ট্রাম্প প্রশাসনকে নির্দেশ

টিবিএন ডেস্ক

প্রকাশিত: মে ৯ ২০২৫, ১৮:০৩ হালনাগাদ: ডিসেম্বর ৬ ২০২৫, ০:৩৯

গাজায় ইসরায়েলের যুদ্ধের বিষয়ে টাফটস ইউনিভার্সিটির অবস্থানের সমালোচনা করে একটি লেখা নিবন্ধের সহলেখক ছিলেন তুর্কিয়ে থেকে আসা রুমেইসা ওজতুর্ক।  ছবি: রয়টার্স

গাজায় ইসরায়েলের যুদ্ধের বিষয়ে টাফটস ইউনিভার্সিটির অবস্থানের সমালোচনা করে একটি লেখা নিবন্ধের সহলেখক ছিলেন তুর্কিয়ে থেকে আসা রুমেইসা ওজতুর্ক। ছবি: রয়টার্স

  • 0

ভারমন্টের বারলিংটনে শুনানিতে ইউএস ডিস্ট্রিক্ট জাজ উইলিয়াম সেশনস রুমেইসার জামিন মঞ্জুর করেন।

লুইজিয়ানার একটি অভিবাসন বন্দিশালায় ছয় সপ্তাহের বেশি সময় ধরে বন্দি টাফটস ইউনিভার্সিটির এক ছাত্রীকে মুক্তি দিতে শুক্রবার ট্রাম্প প্রশাসনকে নির্দেশ দিয়েছেন ফেডারেল এক বিচারক।

গাজায় ইসরায়েলের যুদ্ধের বিষয়ে টাফটস ইউনিভার্সিটির অবস্থানের সমালোচনা করে একটি লেখা নিবন্ধের সহলেখক ছিলেন তুর্কিয়ে থেকে আসা রুমেইসা ওজতুর্ক।

ভারমন্টের বারলিংটনে শুনানিতে ইউএস ডিস্ট্রিক্ট জাজ উইলিয়াম সেশনস রুমেইসার জামিন মঞ্জুর করেন।

রয়টার্স জানায়, অ্যামেরিকার ইউনিভার্সিটি ক্যাম্পাসগুলোতে ফিলিস্তিনপন্থি অ্যাকটিভিস্টদের বিতাড়নে রিপাবলিকান প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের এজেন্ডার অংশ হিসেবে হওয়া হাই প্রোফাইল মামলাগুলোর সামনের সারিতে ছিল রুমেইসার মামলাটি।

গত সপ্তাহে কারামুক্ত কলাম্বিয়া ইউনিভার্সিটির ফিলিস্তিনি অ্যাকটিভিস্ট মোহসেন মাহদাওয়িকে ফের আটক করতে ট্রাম্প প্রশাসনের আবেদন ফেডারেল আপিল আদালতে প্রত্যাখ্যাত হওয়ার পরপরই তুর্কি ছাত্রীকে মুক্তির আদেশ দেন বিচারক ‍উইলিয়াম।

ম্যাসাচুসেটসের সোমারভিলের বোস্টন উপশহরের বাসার কাছ থেকে গত ২৫ মার্চ রুমেইসাকে গ্রেপ্তার করেন সাদা পোশাকে থাকা মাস্ক পরিহিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এর আগে তার শিক্ষার্থী ভিসা বাতিল করে ডিপার্টমেন্ট অব স্টেইট।

ওই সময় রুমেইসাকে গ্রেপ্তারের একটি ভিডিও ভাইরাল হয়েছিল।

তুর্কিয়ে থেকে আসা এ ছাত্রীর শিক্ষার্থী ভিসা বাতিলের একমাত্র কারণ হিসেবে কর্তৃপক্ষ টাফটস ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সংবাদপত্র প্রকাশিত একটি নিবন্ধ হাজির করে।

ওই নিবন্ধের সহলেখক রুমেইসা ইসরায়েল সংশ্লিষ্ট কোম্পানির সঙ্গে বিনিয়োগ সম্পর্ক ছিন্ন এবং ফিলিস্তিনের গাজায় গণহত্যার বিষয়টি স্বীকার করতে টাফটস শিক্ষার্থীদের আহ্বানের পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটির প্রতিক্রিয়ার সমালোচনা করেন।