অস্বাস্থ্যকর পরিবেশে প্রস্তুত হওয়ায় সিজিয়াম-১৩৭ নামের তেজস্ক্রিয় উপাদানের প্রভাবে দূষিত হতে পারে এমন আশঙ্কায় প্রায় ৮৫ হাজারের বেশি চিংড়ি ব্যাগ প্রত্যাহার করেছে অ্যাকোয়াস্টার (ইউএসএ) কর্পোরেশন।
এবিসি নিউজ জানায়, রোববার পোস্ট করা এক সতর্ক বার্তায় ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) জানায়, প্রত্যাহারের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে, প্রায় ৪৯,৯২০ ব্যাগ ক্রোগার কলোসাল ইজি পিল চিংড়ি, প্রায় ১৮,০০০ ব্যাগ ক্রোগার মেরকাডো কুকড মিডিয়াম পিলড টেইল-অফ চিংড়ি, এবং প্রায় ১৭,২৬৪ ব্যাগ অ্যাকুাস্টার রক পিলড টেইল-অন চিংড়ি স্কিউয়ার।
গত ১২ জুন থেকে ১৭ সেপ্টেম্বর, ২০২৫ সালের মধ্যে, ৩১টি স্টেটের ক্রোগার, র্যাল্ফস, ফ্রেড মেয়ার, ফ্রাই'স, কিং সোপার্সসহ আরও অনেক খুচরা দোকানে চিংড়িগুলো বিক্রি করা হয়। স্টেটগুলোর মধ্যে রয়েছে- আলাস্কা, আলাবামা, আরকানসাস, অ্যারিজোনা, ক্যালিফোর্নিয়া, কলোরাডো, জর্জিয়া, আইডাহো, ইলিনয়, ইন্ডিয়ানা, কানসাস, কেনটাকি, লুইসিয়ানা, মিশিগান, মিসৌরি, মিসিসিপি, মন্টানা, নেব্রাস্কা, নিউ মেক্সিকো, নেভাদা, ওহিও, ওরেগন, দক্ষিণ ক্যারোলিনা, টেনেসি, টেক্সাস, উটাহ, ভার্জিনিয়া, ওয়াশিংটন, উইসকনসিন, পশ্চিম ভার্জিনিয়া এবং ওয়াইমিং।
এফডিএ জানায়, চিংড়িগুলোতে সিজিয়াম-১৩৭ নামের তেজস্ক্রিয় পদার্থের সংক্রমণ হতে পারে, তবে এখনো কোন পণ্য পরীক্ষায় তেজস্ক্রিয় পদার্থের উপস্থিতি ধরা পড়েনি।
ইপিএ জানায়, সিজিয়াম-১৩৭ হলো তেজস্ক্রিয় সিজিয়াম উপাদান, যা পারমাণবিক বিভাজনের মাধ্যমে তৈরি হয়। এটি চিকিৎসা সরঞ্জামেও ব্যবহার করা হয়, পাশাপাশি পারমাণবিক রিঅ্যাক্টর ও অস্ত্র পরীক্ষার খেত্রেও ব্যবহার করা হয়।
এফডিএ বলছে, এই তেজস্ক্রিয়তার দীর্ঘমেয়াদে কম মাত্রায় সংক্রমণ হলে প্রধান স্বাস্থ্যঝুঁকি হলো ক্যান্সারের ঝুঁকি বৃদ্ধি, যা ডিএনএ ক্ষতির মাধ্যমে শরীরের কোষে প্রভাব ফেলে।
তবে এখন পর্যন্ত কোনও অসুস্থতার খবর পাওয়া যায়নি। এফডিএ গ্রাহকদের এসব প্রভাবিত চিংড়ি মা খাওয়ার পরামর্শ দিয়েছেন। এর পরিবর্তে পণ্যগুলো ফেলে দিতে বা দোকানে ফেরত দেয়ার অনুরোধ জানানো হয়েছে।
এই চিংড়িগুলো ইন্দোনেশিয়ার পি টি বাহারি মাকমুর সেজাতি কোম্পানি থেকে আমদানি করা হয়েছে, যা সম্প্রতি ওয়ালমার্টে বিক্রি হওয়া চিংড়ি ফেরত নেওয়ার ঘটনায়ও জড়িত ছিল।