মধ্যপ্রাচ্যে অ্যামেরিকার একাধিক সামরিক ঘাঁটিতে ইরান সোমবার হামলা চালিয়েছে বলে অ্যাক্সিওসকে জানিয়েছেন একজন ইসরায়েলি ও এক আরব কর্মকর্তা।
অ্যামেরিকাভিত্তিক সংবাদমাধ্যমটি জানায়, রবিবার শুরুর সময়ে তিনটি পরমাণু ক্ষেত্রে অ্যামেরিকার হামলার জবাবে ইরান এ আক্রমণ করে।
ইসরায়েলি কর্মকর্তার মতে, কাতারের ঘাঁটি লক্ষ্য করে কমপক্ষে ১০টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। কমপক্ষে একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে ইরাকের দিকে।
এ বিষয়ে জানতে চাইলে হোয়াইট হাউসের জ্যেষ্ঠ এক কর্মকর্তা অ্যাক্সিওসকে বলেন, কাতারে আল উদেইদ বিমান ঘাঁটির ওপর সম্ভাব্য হুমকির বিষয়ে ওয়াকিবহাল হোয়াইট হাউস ও ডিপার্টমেন্ট অব ডিফেন্স। বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
ইরানের প্রতিশোধমূলক হামলার পরিধি এবং হতাহতের সংখ্যার ওপর ভিত্তি করে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তার প্রতিক্রিয়া ঠিক করবেন।
অ্যামেরিকা ইরানের সঙ্গে নতুন করে সংঘাতে জড়ালে মধ্যপ্রাচ্যের বর্তমান সংঘাত বৃহত্তর যুদ্ধে রূপ নিতে পারে। তেহরানের যেকোনো প্রতিশোধের জবাবে অ্যামেরিকা আগের চেয়ে বড় পরিসরে আক্রমণ করবে বলে হুমকি দিয়ে রেখেছেন ট্রাম্প।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, স্থানীয় সময় সোমবার রাতে কাতারের রাজধানী দোহায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
এদিকে উদ্ভূত পরিস্থিতিতে সোমবার সন্ধ্যায় আকাশসীমা বন্ধের ঘোষণা দেয় কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়।
কাতারের রাজধানী দোহার বাইরে মরুভূমিতে স্থাপিত আল উদেইদ বিমান ঘাঁটি। এটি মধ্যপ্রাচ্যে অ্যামেরিকার সবচেয়ে বড় ঘাঁটি। সেখানে প্রায় ১০ হাজার অ্যামেরিকান সেনা রয়েছে।