অস্কারজয়ী গ্লেন্ডা জ্যাকসনের প্রয়াণ

টিবিএন ডেস্ক

জুন ১৫ ২০২৩, ১২:১৭

দুই বারের অস্কারজয়ী বৃটিশ অভিনয়শিল্পী গ্লেন্ডা জ্যাকসন। ছবি: সংগৃহীত

দুই বারের অস্কারজয়ী বৃটিশ অভিনয়শিল্পী গ্লেন্ডা জ্যাকসন। ছবি: সংগৃহীত

  • 0

অস্কারজয়ী অভিনয়শিল্পী ও বৃটেইনের সাবেক রাজনীতিবিদ গ্লেন্ডা জ্যাকসন আর নেই। বার্ধক্যজনিত অসুস্থতায় লন্ডনের ব্ল্যাকহিথে নিজ বাড়িতে বৃহস্পতিবার সকালে তিনি মারা যান।

জ্যাকসনের এজেন্ট লিওনেল ল্যারনার বৃহস্পতিবার বিবৃতি দিয়ে এ খবর জানিয়েছেন।

তিনি বলেন, ‘… কিছুদিনের অসুস্থতার পর নিজ বাড়িতে মৃত্যু হয়েছে দুই বার অস্কারজয়ী গ্লেন্ডা জ্যাকসন। এ সময় পরিবারের সদস্যরা তার পাশে ছিলেন… সম্প্রতি দিনি দ্য গ্রেট এসকেপার সিনেমার শুটিং শেষ করেছিলেন।’

‘ওমেন ইন লাভ’ ও ‘অ্যা টাচ অফ ক্লাস’ সিনেমার জন্য ১৯৭০ এর দশকে দুইবার অস্কার জিতেছিলেন বৃটিশ এই অভিনয়শিল্পী। তবে কোনোবারই অস্কারের আয়োজনে যোগ দেননি। সে সময় ব্যক্তিগত ব্যাস্ততার অযুহাত দেখিয়েছিলেন।

বিবিসিতে গত বছর দেয়া এক সাক্ষাৎকারে এ বিষয়ে তিনি বলেছিলেন, ‘পুরষ্কার পাওয়া খুবই আনন্দের বিষয়। তবে শিল্পীসত্তার উন্নয়নে এটি তেমন কাজে দেয় না।’

রাজনীতিতে যোগ দেয়ার জন্য ধীরে ধীরে অভিনয় জগত থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন। বৃটিশ লেবার দলের হয়ে হাউজ অফ কমন্সে ১৯৯২ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত এমপি ছিলেন তিনি। এর মধ্যে ১৯৯৭ সালে টনি ব্লেয়ারের প্রশাসনে জুনিয়র ট্রান্সপোর্ট মিনিস্টারের দায়িত্ব পান।

টিভি ড্রামা সিরিজ ‘এলিজাবেথ ইজ মিসিং’- এর মাধ্যমে ২০১৯ সালে ফের অভিনয়ে ফেরেন জ্যাকসন। পরের বছর এই সিরিজের জন্য বাফটা পুরষ্কার পান তিনি।

জ্যাকসনের মৃত্যুতে শোক জানিয়ে লেবার দলের এমপি টিউলিপ সিদ্দিক টুইট করে বলেন, ‘একজন শক্তিশালী রাজনীতিবিদ ও দারুণ অভিনয়শিল্পী ছিলেন তিনি। মেন্টর হিসেবে আমাকে খুব সহযোগিতা করেছেন। হ্যাম্পস্টেড ও কিলবার্ন (জ্যাকসনের সাবেক ও টিউলিপের বর্তমান নির্বাচনি এলাকা) আপনাকে খুব মিস করবে।’


0 মন্তব্য

মন্তব্য করুন