ডালাসে শপিং মলে গুলি: শিশুসহ নিহত ৮

টিবিএন ডেস্ক

মে ৭ ২০২৩, ১৭:১৬

গুলির খবরে অ্যালেনের শপিং মল খালি করছে পুলিশ। ছবি: ডব্লিউএফএএ

গুলির খবরে অ্যালেনের শপিং মল খালি করছে পুলিশ। ছবি: ডব্লিউএফএএ

  • 0

টেক্সাসের ডালাসে একটি শপিং মলে আট জনকে গুলি করে হত্যা করা হয়েছে। পরে পুলিশের গুলিতে নিহত হয়েছেন সন্দেহভাজন হামলাকারী।

ডালাসের অ্যালেন শহরের অ্যালেন প্রিমিয়াম আউটলেটস মলে শনিবার বিকালে এ ঘটনা ঘটে।

হামলার খবরে পুলিশ গিয়ে কয়েকশ মানুষকে মল থেকে সরিয়ে দেয়। আহত অবস্থায় উদ্ধার করা হয় অন্তত সাত জনকে।

অ্যালেন ফায়ার সার্ভিসের চিফ জোনাথন বয়েড জানান, ঘটনাস্থলে সন্দেহভাজন বন্দুকধারীসহ সাত জন নিহত হয়েছেন। হাসপাতালে মৃত্যু হয়েছে দুই জনের। নিহতদের বয়স ৫ থেকে ৬১ বছর।

অ্যালেনের পুলিশ চিফ ব্রায়ান হার্ভে জানান, এক পুলিশ অফিসার ঘটনার সময় মলে ছিলেন। তিনি গুলির শব্দ শুনে এগিয়ে যান ও বন্দুকধারীকে কাবু করেন।

হামলাকারী কালো রঙের পোশাকে ছিলেন ও কমব্যাট গিয়ার বহন করছিলেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা। ঘটনার পর কিছু ফুটেজে দেখা ধারণা করা হচ্ছে সন্দেহভাজন ব্যক্তি এআর- ফিফটিন রাইফেল ব্যবহার করে হামলা চালিয়েছেন।

এ ঘটনা অত্যন্ত মর্মান্তিক মন্তব্য করেছেন টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট। 

গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য বলছে, অ্যামেরিকায় এ বছর এখন পর্যন্ত ১৯৮টি ম্যাস শ্যুটিং ঘটেছে। 
 


0 মন্তব্য

মন্তব্য করুন