ইজিপ্টে ১৩ তলা ভবন ধস, আটকা পড়েছেন অনেকে

টিবিএন ডেস্ক

জুন ২৬ ২০২৩, ২১:০০

ইজিপ্টে ধসে পড়া ১৩ তলা ভবন। ছবি: সংগৃহীত

ইজিপ্টে ধসে পড়া ১৩ তলা ভবন। ছবি: সংগৃহীত

  • 0

ইজিপ্টের আলেকজান্দ্রিয়ার সিদি বিশরে সোমবার সকালে ১৩ তলা একটি ভবন ধসে অন্তত চার জন আহত হয়েছেন। একাধিক ব্যক্তি ধ্বংস হওয়া ভবনটির নিচে আটকা পড়েছেন।

জীবিতদের খুঁজে পেতে এবং ধ্বংসাবশেষ সরানোর জন্য কাজ করছে সিভিল ডিফেন্স। বেশ কয়েকটি গাড়ি ধ্বংসস্তূপে চাপা পড়েছে বলে জানা গেছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনটি ধসে পড়ার আগে তারা বিস্ফোরণের শব্দ শুনেছেন।

সোশ্যাল মিডিয়ায় প্রচার হওয়া ফুটেজে উদ্ধারকারী দলগুলোকে বুলডোজার দিয়ে ধ্বংসস্তূপ সরাতে দেখা যায়।

মিউনিসিপ্যাল ​কর্মকর্তারা হতাহতের সরকারি কোনো তথ্য দিতে পারেননি।

আলেকজান্দ্রিয়ার গভর্নর মুহাম্মদ আল-শরিফ জানান, ভার্টিক্যাল স্প্লিটের কারণে ভবনটি ধসে পড়ে। সাধারণত গ্রীষ্মের মৌসুমে ছুটির জন্য ভাড়া দেয়া হয় ভবনটি। এর নিচতলায় একটি সুপারমার্কেট ছিল।

ধসের আগে, ভবনটির স্থিতিশীলতা নিয়ে উদ্বেগের কারণে উপরের তলা সরিয়ে ফেলা হয়েছিল।

আহতদের চিকিৎসা দিতে আশেপাশের হাসপাতালগুলোতে প্রস্তুত করা হয়েছে।


0 মন্তব্য

মন্তব্য করুন