অ্যামাযনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস মায়ামির ‘বিলিওনেয়ার বাঙ্কার’ নামে একটি দ্বীপে ৬৮ মিলিয়ন ডলার দামের বাড়ি কিনেছেন। এখানে তার প্রতিবেশী হবেন টম ব্র্যাডি, ইভাঙ্কা ট্রাম্প ও তার স্বামী জ্যারেড কুশনারসহ আরও বহু বিলিওনেয়ার।
ফরচুন ম্যাগাযিন ও ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, তিন শয়নকক্ষের এই ওয়াটারফ্রন্ট হোম ২.৮ একর জায়গাজুড়ে অবস্থিত।
বাড়িটির আগের মালিক এমটিএম স্টার ইন্টারন্যাশনাল। কাউন্টি রেকর্ড অনুযায়ী, গত জুন মাসে বাড়িটি বিক্রি হয়। এর আগে ১৯৮২ সালে বাড়িটি ১.৪ মিলিয়নে বিক্রি হয়েছিল।
৫৯ বছর বয়সীবেজোস মায়ামিতে নতুন নন। তিনি এখানকার পালমেটো হাই স্কুলে পড়াশোনা করেছেন।
ফোর্বসের তালিকা অনুসারে, বেজোস বিশ্বের তৃতীয় ধনী ব্যক্তি যার নেট ওর্থ ১৬১ বিলিয়ন ডলার।
বেজোস ও তার বান্ধবী লরেন সানচেয শুক্রবার হাওয়াইকে বিধ্বংসী দাবানল থেকে পুনরুদ্ধার করতে ১০০ মিলিয়ন ডলার অনুদানের ঘোষণা দিয়েছেন।
এর আগে বেজোস-সানচেয দম্পতি গায়িকা ডলি পার্টনকে ১০০ মিলিয়ন ডলারের কারেজ অ্যান্ড সিভিলিটি পুরস্কার দেন।
অ্যামাযন প্রতিষ্ঠাতা জনহিতৈষী এবং অন্যান্য প্রকল্পে আরও বেশি সময় দিতে ২০২১ সালে অ্যামাযনের সিইও পদ থেকে সড়ে দাঁড়ান। গত বছরের নভেম্বরে তিনি সিএনএনকে বলেন, তিনি তার জীবনের বেশিরভাগ অর্জন দাতব্য কাজে ব্যয়ের পরিকল্পনা করেছেন।