ঘটনাস্থলের ছবিতে দেখা যায়, সিওদাদ হোয়ারেজের ওই সেন্টারের বাইরে সারি সারি মৃতদেহ চাদরে ঢেকে রাখা হয়েছে। ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স, ফায়ারফাইটারদের তৎপরতাও দেখা যায়।
ন্যাশনাল ইমিগ্রেশনের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, সোমবার গভীর রাতে লাগা আগুনে ৩৯ জন প্রাণ হারান, আহত হয়েছেন ২৯ জন।
মেক্সিকো থেকে অ্যামেরিকায় প্রবেশের জন্য সীমান্তে প্রধান ক্রসিং পয়েন্টগুলোর একটি এই সিওদাদ হোয়ারেজ। এখানকার আশ্রয়কেন্দ্রে থাকা অনেকেই অ্যামেরিকায় আশ্রয়ের জন্য আবেদন করে সেটি সুরাহা হওয়ার অপেক্ষায় আছেন।
আগুন লাগার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে মেক্সিকোর অ্যাটর্নি জেনারেলের কার্যালয়।