জাপানের ওকিনাওয়া উপকূলের বিপরীতে জলসীমায় অ্যামেরিকার একটি রণতরিতে আগুনে দুই নাবিক সামান্য আহত হয়েছেন, যাদের চিকিৎসা দেওয়া হয়েছে।
এনবিসি নিউজ জানায়, অগ্নিকাণ্ডের ১২ ঘণ্টা পর বৃহস্পতিবার শুরুর সময়ে আগুন নেভানো হয়েছে।
অ্যামেরিকার নৌবাহিনীর সপ্তম বহর এক বিবৃতিতে জানায়, স্থানীয় সময় বুধবার বিকেল চারটার দিকে ইউএসএস নিউ অরলিন্সে আগুন ধরে। ওই সময় ৬৮৪ ফুট দীর্ঘ উভচর পরিবহন ডক জাহাজটি হোয়াইট বিচ ন্যাভাল ফ্যাসিলিটির কাছে নোঙর করে রাখা ছিল।
আগুনের কারণ নিয়ে তদন্ত চলছে বলে বিবৃতিতে জানানো হয়।
অগ্নিকাণ্ডের শিকার জাহাজের নাবিকরা একই ধরনের জাহাজ ইউএসএস সান ডিয়েগোর ক্রু, জাপানের সেনাবাহিনী ও কোস্ট গার্ডের সহায়তা পেয়েছেন।
নৌবাহিনী জানায়, ক্রুরা ইউএসএস নিউ অরলিন্সেই থাকবেন। জাহাজটি ২০০৭ সালে বহরে যুক্ত করা হয়। এর সেনা বহন সক্ষমতা ৮০০।
জাপানের ঘটনার পাঁচ বছর আগে সান ডিয়েগোতে ইউএসএস বনহোমি রিচার্ড নামের রণতরিতে বিশাল আকারের আগুনে ৬০ জনের বেশি নাবিক ও বেসামরিক নাগরিক আহত হন।
১২০ কোটি ডলারের ওই জাহাজে ইচ্ছাকৃতভাবে আগুন ধরানোর অভিযোগে অভিযুক্ত এক নাবিক ২০২২ সালে খালাস পান।