নিউ ইয়র্ক সিটিতে সাবেক থানা ভবনের সামনে ছুরিকাঘাতে হত্যা

টিবিএন ডেস্ক

প্রকাশিত: জুন ২ ২০২৫, ২০:৫১ হালনাগাদ: ডিসেম্বর ১০ ২০২৫, ১৬:৪৮

ই.ট্রেমন্ট এভিনিউর কাছে বাথগেট এভিনিউতে সোমবার শুরুর সময়ে ভুক্তভোগীর গলা ও বুকে ছুরিকাঘাত করা হয়। ছবি: এনওয়াই ডেইলি নিউজ

ই.ট্রেমন্ট এভিনিউর কাছে বাথগেট এভিনিউতে সোমবার শুরুর সময়ে ভুক্তভোগীর গলা ও বুকে ছুরিকাঘাত করা হয়। ছবি: এনওয়াই ডেইলি নিউজ

  • 0

খবর পেয়ে ভুক্তভোগীকে দ্রুত সেন্ট বারনাবাস হসপিটালে ভর্তি করেন স্বাস্থ্যকর্মীরা। সেখানে নেওয়ার প্রায় ২৫ মিনিট পর তার মৃত্যু হয়।

নিউ ইয়র্ক সিটির ব্রঙ্কসে ঐতিহাসিক সাবেক এক থানা ভবনের সামনে সোমবার শুরুর সময়ে ছুরিকাঘাতে ৩৯ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

বাহিনীটি জানায়, রাত ১২টা ২০ মিনিটের দিকে ই.ট্রেমন্ট এভিনিউর কাছে বাথগেট এভিনিউতে ভুক্তভোগীর গলা ও বুকে ছুরিকাঘাত করা হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, খবর পেয়ে ভুক্তভোগীকে দ্রুত সেন্ট বারনাবাস হসপিটালে ভর্তি করেন স্বাস্থ্যকর্মীরা। সেখানে নেওয়ার প্রায় ২৫ মিনিট পর তার মৃত্যু হয়।

ভুক্তভোগীর নাম তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।

এনওয়াই ডেইলি নিউজ জানায়, ঘটনাস্থল থেকে একটি ছুরি উদ্ধার করেছে পুলিশ, তবে হত্যাকারী পালিয়ে গেছে। তাকে ধরা যায়নি।

যে ভবনের সামনে ভুক্তভোগীকে ছুরিকাঘাত করা হয়েছে, সেটি কয়েক দশক ধরে ছিল নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট-এনওয়াইপিডির ৪৮তম থানা। বর্তমানে ভবনটি ব্যবহার করা হচ্ছে হেড স্টার্ড কর্মসূচির জন্য।

স্বতন্ত্র স্থাপত্য শৈলীর কারণে ঐতিহাসিক স্থানের জাতীয় রেজিস্টারে ১৯৮৩ সালে জায়গা করে নেয় ভবনটি।