জর্জিয়ায় ৪ মার্চ ট্রাম্পের বিচার শুরুর প্রস্তাব ডিস্ট্রিক্ট অ্যাটর্নির

টিবিএন ডেস্ক

আগস্ট ১৬ ২০২৩, ১৯:৫৮

অ্যামেরিকার সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

অ্যামেরিকার সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

  • 0

ফুলটন কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ফানি উইলিস জর্জিয়ায় ২০২০ সালের নির্বাচনের ফল পালটে দেওয়ার চেষ্টার অভিযোগে সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও অন্য ১৮ জনের বিচারের জন্য তারিখ প্রস্তাব করেছেন।

এবিসি নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, তিনি ৪ মার্চ বিচারকার্য শুরুর প্রস্তাব করেছেন। বুধবার দাখিল করা প্রস্তাবিত প্রি-ট্রায়াল শিডিউলিং আদেশে, উইলিস এও পরামর্শ দিয়েছেন যে ‘বিভিন্ন আসামীদের জন্য’ এখন থেকে তিন সপ্তাহের মধ্যে সাজা হবে৷

উইলিসের আবেদনে বলা হয়েছে, ‘আদালতে বিবাদী ডনাল্ড জন ট্রাম্পের অন্যান্য ফৌজদারি ও দেওয়ানী বিষয়গুলির আলোকে, জর্জিয়া স্টেইট কিছু নির্দিষ্ট সময়সীমার প্রস্তাব করেছে যা এই অন্যান্য আদালতের ইতিমধ্যে নির্ধারিত শুনানি এবং বিচারের তারিখগুলির সাথে বিরোধপূর্ণ নয়।’

দেশটির ইতিহাসে ট্রাম্পই প্রথম কোনো সাবেক প্রেসিডেন্ট, যিনি ফৌজদারি মামলায় অভিযুক্ত হয়ে বিচারের মুখোমুখি হয়েছেন। একটি নয়, এখন চারটি মামলা তার সামনে। এর আগে অ্যামেরিকার কোনো সাবেক বা ক্ষমতায় থাকা প্রেসিডেন্টকে এ ধরনের আইনি জটিলতায় পড়তে হয়নি।

সবশেষ গত সোমবার ট্রাম্প অভিযুক্ত হন ২০২০ সালের জর্জিয়ার নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টার অভিযোগে। তাকেসহ অভিযুক্ত ১৯ জনকে আগামী ২৫ অগাস্টের মধ্যে স্টেইটের ফুলটন কাউন্টির আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়া হয়েছে।

এর মধ্যে মঙ্গলবার কর্তৃপক্ষ জানিয়েছে, আদালতে তোলার আগে ট্রাম্পসহ ১৯ জনকে ফুলটন কাউন্টির জেইলে রাখা হতে পারে। অবশ্য এই পরিস্থিতি বদলে যেতে পারে বলেও জানান কর্মকর্তারা।