কলিয়ারভিল পুলিশ চিফ ডেল লেন জানান, ক্যাম্পবেল ক্লিনিকের একটি পরীক্ষণ কক্ষে একজন রোগী ডক্টর মাউককে গুলি করে হত্যা করেন।
লেন বলেন, ‘এটি দুঃখজনক, ভয়াবহ ঘটনা। আমাদের চিন্তা ও সমবেদনা তার পরিবারের প্রতি।’
সন্দেহভাজন ব্যক্তি গুলি চালানোর আগে কয়েক ঘণ্টা ক্লিনিকে ছিলেন বলে জানা গেছে। ঘটনাস্থলের এক প্রত্যক্ষদর্শীর দাবি, সন্দেহভাজন ব্যক্তি অন্তত এক সপ্তাহ ধরে মাউককে হুমকি দিচ্ছিলেন।
তবে চিফ লেন বলেন, কথিত এই হুমকির বিষয়ে পুলিশের কাছে কোনো তথ্য ছিল না।
গুলি চালানোর পাঁচ মিনিট পর পুলিশ কর্মকর্তারা সন্দেহভাজন ব্যক্তিকে ক্লিনিকের বাইরে থেকে আটক করেন। তখন তার কাছে বন্দুক ছিল।
ক্যাম্পবেল ক্লিনিক এক বিবৃতিতে বলেছে, ‘আমাদের সম্মানিত ও প্রিয় চিকিৎসক ডক্টর বেন মাউকের মৃত্যুতে আমরা মর্মাহত। তার পরিবারের প্রতি সমবেদনা রইল।’
ক্যাম্পবেল ক্লিনিকে কনুই, হাত এবং কবজি অস্ত্রোপচার বিশেষজ্ঞ হিসেবে কাজ করতেন মাউক। মেমফিস ম্যাগাজিন গত মাসে তাকে ২০২৩ সালের শীর্ষ চিকিৎসকদের তালিকায় অন্তর্ভুক্ত করে।